রাজ্যের খবর

সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সিআরপিএফ-এর পর্যালোচনা সভা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ সিআরপিএফ-এর গুয়াহাটিস্থ গ্ৰুপ সেণ্টারে গত ১৫ মার্চ একটি নির্বাচনী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আইজিপি এনইএস নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্ৰয়োজনেয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে ব্যাপক সংখ্যক কেন্দ্ৰীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰক আইজিপি এনইএসকে অসম ও মেঘালয়ে বাহিনীর মুখ্য ফোর্স কো অর্ডিনেটর হিসেবে মনোনীত করেছে।

এডিজি,এনইজেড এসএইচ অরুণ কুমার শর্মা এক প্ৰেস বিবৃতিতে নির্বাচনের সময় বাহিনীকে নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন,বাহিনীর জন্য ন্যূনতম সু্যোগ সুবিধার ব্যবস্থা করবে রাজ্য কর্তৃপক্ষ বাহিনী এলাকায় মোতায়েন করা হবে। নির্বাচনের সময় আধা সামরিক বাহিনীর ফ্লাগমার্চ,নাকা এবং টহলদারির বিষ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।