রাজ্যের খবর

স্থানীয় মানুষকে ভূমির পাট্টা দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্ৰীর

Sentinel Digital Desk

রাজ্যে ভূমিহীন পরিবারকে ভূমির পাট্টা ও এই প্ৰক্ৰিয়া অধিক দ্ৰুত করার জন্য সার্কল অফিসারদের সক্ৰিয় ভূমিকা গ্ৰহণের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল। গতকাল,শুক্ৰবার ডিব্ৰুগড়ে সার্কল অফিসারদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত করার পর মুখ্যমন্ত্ৰী সনোয়াল এই নির্দেশ দেন। তিনি বলেন,স্বাধীনতার সাত দশক অতিক্ৰম করার পরও স্থানীয় ভূমিহীন পরিবারের পাট্টা না থাকাটা সত্যিই আচর্যর বিষয়।

পূর্বের সরকার এই বিষয়টি নিয়ে চূড়ান্ত অবহেলার দৃষ্টিতে দেখেছে কিন্তু বর্তমানের সরকার রাজ্যের খিলঞ্জিয়া ভূমিহীন পরিবারগুলিকে তাদের জমির অধিকার প্ৰদানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে মন্তব্য করেন সনোয়াল। তাঁর কথায় তিনি ওই বৈঠকে সার্কল অফিসারদের সংশ্লিষ্ট এলাকায় খিলঞ্জিয়া ভূমিহীন পরিবাররা যেন এক্ষেত্ৰে বঞ্চিত না হন সেদিকে কড়া দৃষ্টি রাখার জন্য নির্দেশ দেন। ওই বৈঠকেও উপস্থিত ছিলেন ডিব্ৰুগড়ের বিধায়ক প্ৰশান্ত ফুকন,পূর্ত(সড়ক)ও পূর্ত গৃহ ইত্যাদি বিভাগের আধিকারিকরা।