হাইলাকান্দিঃ হাইলাকান্দি জেলার লালা থেকে পুলিশ রবিবার ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। ১৯৬৯ সালের ভারতীয় পাসপোর্ট আইন ভঙ্গের দায়ে এদের আটক করা হয়। এরা অবৈধভাবে ভারতে এসেছিল বলে প্ৰচার মাধ্যমের একটি রিপোর্ট খণ্ডন করে পুলিশ সুপার মনীষ মিশ্ৰ বলেন,এদের প্ৰত্যেকের হাতে টুরিস্ট ভিসা সহ বৈধ পাসপোর্ট রয়েছে কিন্তু তারা ব্যবসার কাজে ব্যস্ত থেকে পাসপোর্ট আইন ভেঙেছে। এই সব বাংলাদেশিরা বৈধ টুরিস্ট ভিসা নিয়েই এসেছিল। কিন্তু ব্যবসার কাজে জড়িয়ে তারা পাসপোর্ট আইন লঙ্ঘন করে বসে। পাসপোর্ট আইন ভেঙে এখানে ব্যবসার কাজ তারা চালাতে পারে না। কারণ তাদের কাছে কোনও বিজনেস ভিসা ছিল না-বলেন মিশ্ৰ। আটক তিন বাংলাদেশি হলো মহম্মদ হাফিজ মোল্লা,আয়ার আলি ও মহম্মদ বাবলু মোল্লা।