মুখ্যমন্ত্ৰী সোনোয়াল,বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিৎকুমার দাস বৃহস্পতিবার শিক্ষাবিদ ড.হীরেন গোঁহাইর সঙ্গে দেখা করেন।এই নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল জন্মেছে।সাংবাদিক কনকসেন ডেকার সঙ্গেও দেখা করেন তাঁরা।‘সম্পর্ক সে সমর্থন’ কর্মসূচির অংশ হিসেবে দুজনের বাড়িতে গেচ্ছেন বলে জানান সোনোয়াল।