নয়াদিল্লিঃ করোনা ভাইরাস বা কোভিড-১৯ ভারতেও প্ৰভাব বিস্তার করেছে। ভারতে ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্ৰান্ত ২৫টি পজিটিভ কেস পাওয়া গেছে। কেন্দ্ৰীয় স্বাস্থ্যমন্ত্ৰী হর্ষবর্ধন বুধবার এখানে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। ‘ভারতে এপর্যন্ত এই মারণ ভাইরাসে ২৮ জন আক্ৰান্ত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে। এরমধ্যে কেরলে এরআগে তিনজনের শরীরে এই জীবাণুর সংক্ৰমণ ঘটেছিল। তবে তারা এখন এই রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন বলে মন্ত্ৰী জানান।
স্বাস্থ্যমন্ত্ৰী হর্ষবর্ধনের মতে,বর্তমানে কমপক্ষে ৯ জন ভারতীয় এবং ১৬ জন বিদেশি নাগরিকের শরীরে এই রোগ জীবাণু সংক্ৰমিত হয়েছে।
এই রোগে আক্ৰান্তদের একজন দিল্লির,একজন তেলেঙ্গানার এবং ৬ জন আগ্ৰার,যাদের শরীরে কোভিড-১৯ এর পজিটিভ রিপোর্ট রয়েছে। এই গ্ৰুপের ড্ৰাইভার একজন ইটালিয়ান নাগরিক,যিনি জয়পুর সফরে গিয়েছিলেন,পরীক্ষায় তার শরীরেও রোগের জীবাণু পাওয়া গেছে। এছাড়াও ১৬ জন ইটালিয়ান নাগরিককে পরীক্ষা করে তাদের শরীরেও রোগ জীবাণু ধরা পড়েছে বলে স্বাস্থ্যমন্ত্ৰী জানান। তিনি বলেন,করোনা আক্ৰান্তদের হাসপাতালের পৃথক কেবিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্ৰী সাংবাদিকদের বলেন,এসময়ে জনগণকে জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের প্ৰাদুর্ভাবের জন্য স্বয়ং প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি তাঁর হোলি মিলন কর্মসূচি বাতিল করে দিয়েছেন।
স্বাস্থ্য মন্ত্ৰকের তরফে এরআগে প্ৰকাশিত এক বিবৃতিতে বলা হয়েছিল ২১ জন ইটালিয়ান পর্যটক এবং তিনজন ভারতীয়(বাস চালক,কনডাক্টর এবং ট্যুরিস্ট গাইড)মোট ২৪ জনকে পরীক্ষার জন্য দিল্লির আইটিবিপি পৃথকীকরণ কেন্দ্ৰে রাখা হয়েছে। এদের শারীরিক পরীক্ষার পরই পরবর্তী কার্য ব্যবস্থা গ্ৰহণ করা হবে। এই রোগে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ সরকারি চিকিৎসকরা প্ৰাইভেট প্ৰ্যাক্টিস ছাড়লে এআইআইএমএস-এর মতো বেতন পাবেনঃ হিমন্ত
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Coal laden truck overturns at Tinsukia-Makum bypass road, Driver injured