সংবাদ শিরোনাম

এনডিএফবি(এস)-কে শান্তি আলোচনায় ডাকার কেন্দ্ৰীয় প্ৰস্তাবকে স্বাগত জানালো আবসু

Sentinel Digital Desk

কোকরাঝাড়ঃ সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠন ন্যাশনাল ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট অফ বোড়োল্যান্ড (স্বর্গিয়ারি)(এনডিএফবি-এস)গোষ্ঠীকে শান্তি আলোচনায় আসার জন্য কেন্দ্ৰীয় সরকার যে প্ৰস্তাব রেখেছে তার প্ৰতি স্বাগত জানিয়েছে সারা বোড়ো ছাত্ৰ সংস্থা(আবসু)। বোড়ো ছাত্ৰ সংগঠনটি একই সঙ্গে এই আশা প্ৰকাশ করেছে শান্তি আলোচনা আনুষ্ঠিত হলে বোড়ো ভূমিতে কয়েক দশক ধরে চলা সন্ত্ৰাসী সমস্যার অবসান ঘটবে। প্ৰভাবশালী ছাত্ৰ সংগঠনটি এনডিএফবি(এস)-এর সঙ্গে ন্যায় বিচার করতে সরকারের কাছে আর্জি জানিয়েছে। একই সঙ্গে বোড্ৰোদের রাজনৈতিক ইস্যুগুলির স্থায়ী সমাধানের প্ৰয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেছে ছাত্ৰ সংগঠনটি।

এনডিএফবি স্বর্গিয়ারি গোষ্ঠী ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে বিদেশ থেকে ঘরের মাটিতে ফিরে এসেছে। এদিকে এনডিএফবি(এস)-এর সঙ্গে কেন্দ্ৰের শান্তি আলোচনার প্ৰস্তাবের প্ৰতি স্বাগত জানিয়ে রাজ্যের সমাজকল্যাণ মন্ত্ৰী প্ৰমীলা রানি ব্ৰহ্ম আলফার(স্বাধীন)আলোচনা বিরোধী গোষ্ঠী ও কেএলওকে এনডিএফবি(এস)-এর মতো ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আবসুর সাধারণ সম্পাদক লরেন্স ইসলারি রবিবার এখানে বাগানশালির বোডোফা হাউসে সাংবাদিকদের বলেন,‘কেন্দ্ৰীয় সরকার সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠন এনডিএফবি(এস)কে মূলস্ৰোতে ফিরিয়ে আনতে সরকারের এই পদক্ষেপকে স্বাগত। এরফলে গোটা রাজ্য ও দেশে শান্তির পরিবেশ সৃষ্টি হবে বলে তিনি মনে করেন’। আবসু সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে-বলেন ইসলারি। তিনি বলেন,সরকারের এই পদক্ষেপ অঞ্চলটিতে শান্তি ফিরিয়ে আনবে।

এদিকে বোড়োল্যান্ড পিপলস ফ্ৰন্টের(বিপিএফ)বরিষ্ঠ নেতা তথা ৩০ নং পূব কোকরাঝাড় বিধানসভা কেন্দ্ৰের বিধায়ক এবং মন্ত্ৰী প্ৰমীলা রানি ব্ৰহ্ম বলেন,কেন্দ্ৰীয় সরকারের এই উদ্যোগ এনডিএফবি(এস)-এর দীর্ঘদিনের সমস্যার সমাধানে সাহা্য্য করবে। তাছাড়া বোড়ো সমাজের দ্ৰুত উন্নয়নও ত্বরাম্বিত করবে এটা। বি.স্বর্গিয়ারির নেতৃত্বাধীন এনডিএফবি-র আলোচনা বিরোধী গোষ্ঠীকে আলোচনার টেবিলে আনতে বিটিসি প্ৰধান হাগ্ৰামা মহিলারির পদক্ষেপের প্ৰশংসা করে মন্ত্ৰী বলেন,সার্বিক শান্তি ও নিরাপত্তা পুনঃ প্ৰতিষ্ঠার স্বার্থে এই পদক্ষেপ খুবই প্ৰশংসনীয়।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Biswanath College Students stage protest against CAA 2019