সংবাদ শিরোনাম

আমি যতদিন ওখানে আছি বিপিএফ-ই সরকার গড়বেঃ হাগ্ৰামা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ ‘আমি যতদিন ওখানে আছি,বোড়োল্যান্ড টেরিটরিয়াল এরিয়া ডিস্ট্ৰিক্টে(বিটিএডি)বিপিএফ বরাবর সরকার গড়বে’। বুধবার এখানে সাংবাদিকদের একথা বলেছেন বোড়োল্যান্ড পিপলস ফ্ৰন্টের(বিপিএফ)-এর সভাপতি তথা বিটিসি-র(বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল)চিফ এগজিকিউটিভ(সিইএম)হাগ্ৰামা মহিলারি।

তিনি বলেন,আসন্ন ৪ এপ্ৰিলে অনুষ্ঠেয় বিটিসি নির্বাচনে বিপিএফ,বিজেপি ও অগপর বর্তমান জোটকে একসঙ্গে লড়তে দেখা যাবে,এটা নিশ্চিত। দিল্লি এবং দিশপুরে আমাদের বর্তমান জোট একইভাবে চলবে’।

আসন্ন বিটিএডি নির্বাচনে বিপিএফ-এর বিপর্যয় ঘটতে পারে বলে বিভিন্ন মহল থেকে যে মত প্ৰকাশ করা হয়েছে সে ব্যাপারে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে মহিলারি বলেন,এই ধারণা নতুন কিছু নয়। গত ১৫ বছর ধরে বিটিসি নির্বাচনের প্ৰাক্কালে এধরনের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু তারা কি আসলে তাদের ওই ধারণাকে বাস্তব রূপ দিতে পেরেছেন? এবারও ইউপিপিএল(ইউনাইটেড পিপলস পার্টি লিবারেশন)প্ৰধান প্ৰমোদ বোড়ো ওই একই ধারণা পোষণ করেছেন। কিন্তু সেটা কখনও সম্ভব হবে না’।

এবার প্ৰমোদ বোড়ো যদি হাগ্ৰামার বিরুদ্ধে অবতীর্ণ হন তাহলে বিটিসি প্ৰধান কী পন্থা নেবেন জানতে চাওয়া হলে হাগ্ৰামা উল্লেখ করেন এধরনের চ্যালেঞ্জ আমি গ্ৰহণ করতে প্ৰস্তুত। তাহলে আমি আমার কেন্দ্ৰে প্ৰচার না চালিয়ে বাকি ৩৯টি কেন্দ্ৰে সতীর্থদের জন্য প্ৰচার চালাতে পারবো।

এবার বিপিএফ-এর প্ৰধান নির্বাচনী ইস্যু সম্পর্কে হাগ্ৰামা বলেন,‘শান্তি এবং উন্নয়ন হচ্ছে আমাদের বরাবরের এজেন্ডা। এই ইস্যুগুলি নিয়েই আমরা কাজ করছি। আমাদের কাজে বিটিএডির ভোটাররাও সন্তুষ্ট। তাই বিটিএডি-র মানুষ গত তিনবারের মতো এবারও বিপিএফকেই তাদের মূল্যবান ভোটটি দেবেন। আমি নিশ্চিত যে ভোটাররা এখনও আমাদের পাশেই রয়েছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: ‘Saragdeo Puja’ by Sonowal Kachari community observed in Moran