সংবাদ শিরোনাম

অসম চুক্তির ৬নং দফাঃ এইচএলসি-র তিনটি নতুন প্ৰস্তাব খতিয়ে দেখছে স্বরাষ্ট্ৰমন্ত্ৰক

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ ঐতিহাসিক অসম চুক্তির ৬নং শর্তের ওপর উচ্চ পর্যায়ের কমিটি(এইচএলসি)যে তিনটি প্ৰস্তাব পেশ করেছে স্বরাষ্ট্ৰ বিষয়ক মন্ত্ৰক(এমএইচএ)ওই প্ৰস্তাবগুলি খতিয়ে দেখছে। কমিটি সুপারিশ করেছে নতুন প্ৰস্তাবগুলি অন্তর্ভুক্তির জন্য প্যানেলের শর্ত ও রেফারেন্সগুলি সম্প্ৰসারণ করা উচিত। কমিটি মনে করে এরফলে অসম চুক্তির ৬নং শর্তে উল্লিখিত অসমিয়া মানুষের অধিকারগুলো আরও সুনিশ্চিত করবে। নতুন প্ৰস্তাবগুলির মধ্যে প্ৰণীত বিষয়গুলো হচ্ছে অসমিয়া মানুষের জমির অধিকার,সংসদে আসন সংরক্ষণ ও কেন্দ্ৰীয় সরকার,রাষ্ট্ৰায়ও প্ৰতিষ্ঠান এবং অসমে থাকা অন্যান্য বেসরকারি সংস্থায় চাকরির আসন সংরক্ষণ।

অসম চুক্তির ৬নং দফায় অসমিয়া মানুষের সাংবিধানিক,আইনগত ও প্ৰশাসনিক রক্ষাকবচের কথা উল্লেখ করা হয়েছে। অসমিয়া জনগণের সাংস্কৃতিক,সামাজিক,ভাষিক অস্তিত্ব ও পরম্পরার সংরক্ষণ ও এর উন্নতি বিধানের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে ওই শর্তে।

সংসদে অসমিয়াদের জন্য আসন সংরক্ষণের বিষয়টি নিয়ে কোনও সাংবিধানিক বাধা রয়েছে কি না স্বরাষ্ট্ৰমন্ত্ৰক তা গভীরভাবে খতিয়ে দেখছে। বর্তমানে সংসদে অসমের ১৪টি আসন রয়েছে।

অন্যদিকে কমিটি সূত্ৰে জানানো হয়েছে বিভিন্ন স্টেকহোন্ডারদের সঙ্গে এবিষয়ে আলোচনার আগে ওই তিনটি নতুন প্ৰস্তাবে স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের অনুমোদনের অপেক্ষা করছে প্যানেল।

ইতিপূর্বে ঘোষিত শর্তাবলি ও রেফারেন্স অনু্যায়ী অসম চুক্তির ৬নং দফা রূপায়ণে ১৯৮৫ সালের পর থেকে কি কার্যকরী ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে কমিটি তা খতিয়ে দেখবে। তারা বিভিন্ন সামাজিক সংগঠন,আইনি ও সাংবিধানিক বিশেষজ্ঞ এবং কলা, সংস্কৃতি ও সাহিত্যিক,পরিবেশবিদ,অর্থনীতিক,ভাষাতত্ত্ববিদ এবং সমাজতাত্ত্বিক সহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে এবিষয়ে আলোচনা করবেন। অসমিয়া এবং রাজ্যের অন্যান্য ভাষাভাষি মানুষের স্বার্থ সংরক্ষণে ব্যবস্থা গ্ৰহণেরও সুপারিশ করেছে কমিটি।

রাজ্য সরকারের চাকরিতে অসমিয়াদের জন্য আসন সংরক্ষণের উপযুক্ত লেভেল কতটা হওয়া উচিত সে ব্যাপারেও কমিটি সুপারিশ করবে। বিজ্ঞপ্তি জারির ছমাসের মধ্যে কমিটি এব্যাপারে তাদের রিপোর্ট পেশ করার কথা। চলতি বছরের ১৫ জুলাই এই কমিটি গঠন করা হয়। কমিটির পরবর্তী বৈঠক হবে ১৭ আগস্ট। ১৪ সদস্যের এই উচ্চ পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছে গৌহাটি হাইকোর্টের প্ৰাক্তন বিচারপতি বিপ্লব কুমার শর্মা। তিনিই কমিটির চেয়ারম্যান।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Police Sub-Inspector dies in a fatal accident in Tinsukia | The Sentinel News | Assam News