সংবাদ শিরোনাম

করোনা ভাইরাসের বিরুদ্ধে প্ৰতিরোধমূলক ব্যবস্থা জোরদার করে তুলেছে অসম

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ নোভেল করোনা ভাইরাস(এনকভ)-এর বিরুদ্ধে নড়েচড়ে বসেছে অসম সরকার। এই মারণ রোগের সংক্ৰমণ ঠেকাতে প্ৰয়োজনীয় নজরদারি ও প্ৰতিরোধমূলক ব্যবস্থা গ্ৰহণ করেছে দিশপুর। ভারতের পড়শি দেশ চিনে করোনা ভাইরাসের সংক্ৰমণ মারণ রোগের রূপ নিয়েছে ইতিমধ্যেই।

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্ৰক রবিবার সন্ধ্যায় একটি মিডিয়া বুলেটিন ইস্যু করেছে। ওই বুলেটিনে বলা হয়েছে রবিবার পর্যন্ত গুয়াহাটির লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫১ জন যাত্ৰী,ডিব্ৰুগড়ের মোহনবাড়ি বিমানবন্দরে ৪৩,লখিমপুরের লীলাবাড়ি বিমান বন্দরে ২৫,শিলচরের কুম্ভীরগ্ৰাম বিমানবন্দরে ৬জন,যোরহাটের ররৈয়া এয়ারপোর্টে ৫ এবং তেজপুরের শালনিবাড়ি বিমানবন্দরে ৯ জন যাত্ৰীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

করোনা ভাইরাসে আক্ৰান্ত দেশগুলির সর্বমোট ৫৬ জন ট্ৰাভেলারকে চিহ্নিত করা হয়েছে এবং এদের পৃথকভাবে রাখা হয়েছে। অন্যান্য রাজ্যের ২৩ জন যাত্ৰীর বিষয়টি নিয়ে অসম সরকার উদ্বেগে ছিল। ওই ২৩ জন যাত্ৰীর মধ্যে মেঘালয়ের ৯জন,ভুটানের ৬,তেলেঙ্গানার ৫ এবং নাগাল্যান্ডের ৩ জন যাত্ৰী অসমের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে ওই সমস্ত যাত্ৰীরা অসম থেকে চলে গেছেন। এখনও পর্যন্ত রোগের দুটো স্যাম্পল পরীক্ষার জন্য পুনের এনআইভিতে পাঠানো হয়েছিল। তবে এর একটি স্যাম্পল নিগেটিভ পাওয়া গেছে এবং অন্য স্যাম্পলটি ফেরৎ এসেছে ‘নন ইনডিকেটেড কেস’ বলে উল্লেখ করে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AASU takes out torch rally against CAA 2019 in Guwahati