গুয়াহাটিঃ গোটা উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে অসমের পর্যটন ক্ষেত্ৰে বর্তমানে দারুণ মন্দাবস্থা দেখা দিয়েছে। রাজ্যে পর্যটক আগমনের সংখ্যা অস্বাভাবিকভাবে হ্ৰাস পেয়েছে। এই সমস্যা আরও জটিল রূপ নিয়েছে ১১টি রাষ্ট্ৰ অসমের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি ওই দেশগুলো তাদের সংশ্লিষ্ট নাগরিকদের এই অঞ্চল সফর না করতে তাদের পর্যটক উপদেষ্টাদের নির্দেশ ইস্যু করার জন্য। নাগরিকত্ব সংশোধনী আইন-২০১৯(ক্যা)এর বিরুদ্ধে অসমে প্ৰতিদিনই বিভিন্ন সংগঠন প্ৰতিবাদ জানাচ্ছে। এরই পরিপ্ৰেক্ষিতে ওই দেশগুলি তাদের নাগরিকদের অসম সফর না করার জন্য ট্ৰ্যাভেল অ্যাডভাইসরিদের নোটিশ ইস্যু করেছে।
সরকারি তথ্য অনু্যায়ী,যে দেশগুলি এই নোটিশ ইস্যু করেছে সেগুলির তালিকায় রয়েছে ইউকে,ইউএসএ,সৌদি আরব,ইউএই,কানাডা,অষ্ট্ৰেলিয়া,ফ্ৰান্স,ইজরায়েল,তাইওয়ান,রাশিয়া এবং সিঙ্গাপুর। ওদিকে মার্কিন সরকার অসমে সরকারি পর্যটন সাময়িকভাবে স্থগিত রেখেছে। ইজরায়েল বিদেশ মন্ত্ৰক তাদের নাগরিকদের এই মুহূর্তে অসম ভ্ৰমণ না করতে বলেছে। অসমের সাম্প্ৰতিক হিংসাশ্ৰয়ী ঘটনা,বিমান ও যানবাহন চলাচলে ব্যাঘাত এবং ইন্টারনেট ও ফোন সেবা যে বন্ধ হয়ে পড়েছিল সে সম্পর্কেও তাদের নাগরিকদের জানিয়েছে ইজরায়েল। ‘উত্তর পূর্বাঞ্চল এবং গোটা দেশের প্ৰসঙ্গ তুলে ইউকে সরকার তাদের নাগরিকদের এই বলে সতর্ক করে দিয়েছে যে,তারা যেন কোনও প্ৰতিবাদ বা বৃহৎ সমাবেশ এড়িয়ে চলেন। কারণ,রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশে উপচে পড়া ভিড়ে পদপিষ্ট হয়ে হতাহত হবার অজস্ৰ ঘটনা ঘটতে দেখা গিয়েছে বিভিন্ন সময়ে’। ফ্ৰান্স সরকার তাদের নাগরিকদের বলেছে,‘এই অঞ্চল থেকে আপাতত দূরত্ব বজায় রেখে চলাই ভালো’। ভারতে থাকা সৌদি দূতাবাস তাদের নাগরিকদের ভারতের উত্তর পূর্বাঞ্চল সফর এড়িয়ে চলার জন্য সতর্ক করে দিয়েছে,এই অঞ্চলে ক্যা-র বিরুদ্ধে প্ৰতিবাদ চলায়।
সংযুক্ত আরব আমিরশাহি(ইউএই)তাদের নাগরিকদের উদ্দেশে নোটিশ ইস্যু করে বলেছে,ভারতের প্ৰতিবাদ জোনগুলি এড়িয়ে চলতে। সিঙ্গাপুর বিদেশ মন্ত্ৰক তাদের নাগরিকদের উত্তরপূর্ব ভারত সফরকালে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
তাইওয়ান বিদেশ মন্ত্ৰকের মুখপাত্ৰ জোয়ানে ওউ বলেন,ভারত সফরে ইচ্ছুক তাইওয়ানের নাগরিকদের সাবধানতার সঙ্গে পা ফেলতে সতর্ক করে দিয়েছে। ভারতের বিভিন্ন রাজ্য বিশেষ করে অসম,মেঘালয়,ত্ৰিপুরা,ইউপি,পশ্চিমবঙ্গ,দিল্লি এনসিআর,তেলেঙ্গানা ইত্যাদিতে ক্যা বিরোধী আন্দোলন চলায় এবং কোথাও কোথাও আন্দোলন হিংসাত্মক রূপ নেওয়ায় অস্ট্ৰেলিয়া তাদের নাগরিকদের আন্দোলন রত অঞ্চল সফরে না যেতে নির্দেশ দিয়েছে। একইভাবে রাশিয়া ও ভারতে থাকা রুশ নাগরিকদের প্ৰতিবাদমুখর অঞ্চল সফর স্থগিত রাখতে তাদের নাগরিকদের নির্দেশ দিয়েছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসমে আইএলপি চালু করা হোকঃ সমুজ্জ্বল
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Habitat Loss leads to rise in Man-Elephant Conflict in West Karbi Anglong’s Kheroni