সংবাদ শিরোনাম

ক্যাবের বিরুদ্ধে অসমিয়া শিল্পী,রাজ্য চলচ্চিত্ৰ পুরস্কার থেকে ছবির নাম প্ৰত্যাহার জাহ্নু বরুয়ার

Sentinel Digital Desk

নাগরিকত্ব সংশোধনী বিলের(ক্যাব)বিরুদ্ধে অসমিয়া শিল্পী,রাজ্য চলচ্চিত্ৰ পুরস্কার থেকে ছবির নাম প্ৰত্যাহার করে নিলেন জাহ্নু বরুয়া। বিতর্কিত এই বিলের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্ৰতিবাদ অব্যাহত রয়েছে। অসমের শিল্পী,সাহিত্যিক সমাজ এগিয়ে এসেছেন বিলের বিরুদ্ধে প্ৰতিবাদ জানিয়ে। বিভিন্ন পন্থাও হাতে নিয়েছেন তাঁরা। অসমিয়া ছবির নায়ক রবি শর্মা সোমবার বিজেপি ছেড়ে বিলের বিরুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত করেন। অসমিয়ার জাতি,মাটি ভিত্তি ও অস্তিত্ব রক্ষার জন্য রাজ্যের শিল্পী সমাজ কঠোর পদক্ষেপ নিয়েছেন। কোনও ধরনের সরকারি কর্মসূচিতে অংশগ্ৰহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন অসমিয়া শিল্পী সমাজ। সিদ্ধান্ত অনু্যায়ী,জাপানের প্ৰধানমন্ত্ৰী শিনজো আবের আসন্ন গুয়াহাটি সফরকালে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে তাতে অংশ নেবেন না শিল্পীরা। সেইসঙ্গে সরকারি কর্মসূচিতে কোনও শিল্পী অংশগ্ৰহণ করলে তাকে একঘরে করার হুমকিও দিয়েছে শিল্পী সমাজ।

গুয়াহাটির চান্দমারি স্থিত আসাম ইঞ্জিনিয়ারিং প্ৰতিষ্ঠানের মাঠে শিল্পীর ঐক্যবদ্ধ সংগ্ৰাম শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে অভিনেত্ৰী বরষা রানি বিষয়া,কন্ঠশিল্পী দীক্ষু সহ অনেক শিল্পী,কলা কুশলী অসমিয়ার অস্তিত্বে ব্যাঘাত সৃষ্টিকারী নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করেন। এছাড়াও জুবিন গার্গ,রীমা দাস এবং ভাস্কর হাজরিকার সঙ্গে আরও অনেক শিল্পী এই বিলের সরাসরি বিরোধিতা করেছেন।

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্ৰ পরিচালক জাহ্নু বরুয়া রাজ্যে চলচ্চিত্ৰ পুরস্কার থেকে নিজের ছবির নাম প্ৰত্যাহার করে নিয়েছেন। ‘ভগা খিরকি’ ছবিটির নাম প্ৰত্যাহার করেছেন প্ৰোথিতযশা পরিচালক বরুয়া। তিনি বলেছেন,‘যা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একজন শিল্পী ও নাগরিক হিসেবে আমি আঘাত পেয়েছি। সেইহেতু রাজ্য চলচ্চিত্ৰ পুরস্কার অনুষ্ঠানে অংশগ্ৰহণ না করার সিদ্ধান্ত নিয়েছি আমি’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AASU hangs effigies of State Ministers in Kokrajhar against CAB