সংবাদ শিরোনাম

ডুমডুমায় ডাকাতদের এটিএম লুঠের চেষ্টা,গোলাগুলিতে নিহত নিরাপত্তারক্ষী

Sentinel Digital Desk

ডুমডুমাঃ উজান অসমের ডুমডুমায় ৫২নং রাষ্ট্ৰীয় সড়কের রূপাইসাইডিঙে একটি মসজিদের সামনে বুধবার বেলা আড়াইটে নাগাদ প্ৰকাশ্য দিনের আলোয় ডাকাতের দল একটি এসবিআই এটিএম লুঠের চেষ্টা চালায়। মোটর সাইকেলে আসা চার ডাকাত ওই এটিএম লুঠের চেষ্টা করার সময় গুলি বিনিময়ের ফলে একজন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়। ঘটনার সময় দুজন ক্যাশিয়ার এসবিআই এটিএম মেশিনে টাকা ভরছিল।

প্ৰাপ্ত রিপোর্ট মতে,ক্যাশিয়ার দুজন এটিএমে টাকা ভরার জন্য ভিতরে ঢুকে সামনের শাটার নামিয়ে দেন। দুজন নিরাপত্তারক্ষী তখন এটিএমের বাইরে পাহারা দিচ্ছিলেন। ক্যাশ বহনকারী এসআইএস প্ৰসিগার ভেহিকলের(নং এএসওআইএফসি ৩৩০১)চালকও এটিএম-এর বাইরে অপেক্ষা করছিলেন। ওই সময়ই আচমকা দুটি মোটর সাইকেল চার ডাকাত ওখানে এসে উপস্থিত হয়। ডাকাতদের দুজন ঝড়ের গতিতে এটিএমের শাটার তুলে ভিতরে ঢোকার চেষ্টা করলে বাইরে থাকা দুই ডাকাতের সঙ্গে রক্ষীদের গুলি বিনিময় শুরু হয়। গোলাগুলিতে একজন ডাকাত ও দুই নিরাপত্তারক্ষীর মধ্যে একজন আহত হন। এসবিআই-র আহত নিরাপত্তারক্ষীকে ডুমডুমায় ৩০ শয্যার এফআরইউতে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁকে সিমু বুড়াগোঁহাই(৪২)বলে শনাক্ত করা হয়েছে। তিনি সদিয়ার পাটিপথার গ্ৰামের বাসিন্দা।

কিন্তু ডাকাতরা তাদের আহত সহযোগীকে বাইকে তুলে নিয়ে ঘটনাস্থল থেকে তড়িৎ গতিতে পালিয়ে যেতে সক্ষম হয়। ওদিকে দুজন নিরাপত্তারক্ষীর মধ্যে একমাত্ৰ সিমু বুড়াগোঁহাইর হাতেই আগ্নেয়াস্ত্ৰ ছিল। কিন্তু অন্যজন নিরস্ত্ৰ ছিলেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Drug Racket Busted in Naharkatia, 10 Apprehended