সংবাদ শিরোনাম

বিবাহ বিচ্ছেদে অভিভাবকদের দায়িত্ব ফুরিয়ে যায় নাঃ সুপ্ৰিম কোর্ট

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ শিশুর হেফাজত নিয়ে আইনি লড়াই সম্পর্কে সুপ্ৰিম কোর্ট মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। ওই রায়ে শীর্ষ আদালত বলেছে,শিশুর অধিকারের প্ৰতি শ্ৰদ্ধা জানানো খুবই প্ৰয়োজন। কারণ শিশুরা উভয় অভিভাবকেরই ভালোবাসার প্ৰতীক। কোর্ট আরও বলেছে,এমনকি আভিভাবকদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে গেলেও সন্তানের প্ৰতি অভিভাবকের দায়িত্ব ফুরিয়ে যায় না। স্বামী,স্ত্ৰীর মধ্যে বিরোধ এবং বিবাহ বিচ্ছেদের ফলে শিশুদেরই সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়তে হয়।

বিচারপতি অজয় রাস্তোগি এবং বিচারপতি এএম খানউইলকারের একটি বেঞ্চ বলেছে,শিশুর হেফাজতের বিষয় নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় শিশুর সার্বিক কল্যাণের বিষয়টিতে অগ্ৰাধিকার দেওয়া প্ৰয়োজন। শিশু কার হেফাজতে থেকে বেশি স্বাচ্ছন্দ্য ও সুখ অনুভব করবে সেই দিকটির প্ৰতি নজর রেখেই আদালতের সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ এধরনের কাস্টোডিয়েল লড়াইয়ে শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্ৰস্ত হয়।

শিশু হেফাজত নিয়ে এই আইনি লড়াই সম্পর্কে শীর্ষ আদালত এটা লক্ষ্য করেছে যে এই লড়াইয়ে বাবা,মায়ের মধ্যে কে জিতলেন সেটা বড় কথা নয়। এক্ষেত্ৰে শিশুরই সবচেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে. সবচেয়ে বেশি মূল্য চুকোতে হয় শিশুদের। হেফাজত নিয়ে আইনি লড়াইয়ের প্ৰক্ৰিয়ায় শিশুদের বলা হয়ে থাকে যে সে তার বাবা না মায়ের সঙ্গে যাবে। কোর্ট বলেছে,অভিভাবকদের মধ্যে বিচ্ছেদ ঘটার জন্য শিশুরা কোনওভাবেই দায়ী নয়। অথচ হেফাজতের এই লড়াইতে পুরো মাশুল দিতে হয় শিশুদের। কারণ শিশুরা বাবা,মা উভয়েকেই সমানভাবে কাছে পেতে চায়। কিন্তু অভিভাবকদের মধ্যে বিচ্ছেদ ঘটলে শিশুকে সাধারণত মায়ের হেফাজতেই দেওয়া হয়। তাই মায়ের সান্নিধ্য পেলেও পিতার সান্নিধ্য থেকে বঞ্চিত হতে হয় তাকে। কোনও ক্ষতিপূরণ দিয়ে অথবা অন্য কোনওভাবে শিশুর এই অভাব পূরণ করা সম্ভব নয়-বলেছে কোর্ট।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Biofloc fish farming introduced in Bongaigaon’s Bijni, Watch here