সংবাদ শিরোনাম

‘রাজ্যে ১৫ আগস্ট থেকে বন্ধ হচ্ছে সরকারি টোল ও মাদ্ৰাসা’

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাজ্যের শিক্ষামন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ফের বলেছেন সব খেরাতি মাদ্ৰাসাকে(দানের ওপর চলা মাদ্ৰাসা)সরকারি খাতায় তাদের নাম পঞ্জিয়ন করাতে হবে এবং এই সব খেরাতি মাদ্ৰাসায় তাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি অঙ্ক,ইংরেজি,বিজ্ঞান ইত্যাদি বিষয়েও প্ৰাথমিক পাঠদান বাধ্যতামূলক করা হচ্ছে। মন্ত্ৰী এদিন এটা খোলসা করে জানিয়ে দেন যে সরকারি সাহা্য্য প্ৰাপ্ত সংস্কৃত টোল ও মাদ্ৰাসাগুলো চলতি বছরের ১৫ আগস্ট থেকে বন্ধ করা হচ্ছে এবং এগুলোকে সাধারণ হাইস্কুলে উন্নীত করা হবে। কংগ্ৰেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উত্থাপিত এক প্ৰস্তাবে সাড়া দিয়ে একথা বলেন মন্ত্ৰী। কংগ্ৰেস বিধায়ক দে পুরকায়স্থ সংস্কৃত টোল ও মাদ্ৰাসা বন্ধ না করে সেগুলিকে আধুনিকীকরণের প্ৰস্তাব রেখেছিলেন। জিরো আওয়ারে এই ইস্যুটি উত্থাপন করেছিলেন কংগ্ৰেস বিধায়ক।

জবাবে শিক্ষামন্ত্ৰী শর্মা বলেন,সরকার আরবিক এবং সংস্কৃত ভাষার বিরোধী নয়,‘কিন্তু তাই বলে সরকারি তহবিল ঢেলে শুধু ধর্মীয় বিষয়ে শিক্ষাদানে সরকার অনুমতি দিতে পারে না। কেউ যদি আরবিক ভাষায় শিক্ষা দিতে চান তাতে সরকারের কোনও আপত্তি নেই। রাজ্যে জাপানি,চিনা এবং অন্যান্য ভাষায় শিক্ষা গ্ৰহণের ব্যবস্থা রয়েছে। কিন্তু আরবিক শেখানোর নামে একজন শুধু কোরাণ নিয়ে শিক্ষা দেবেন সেটা মেনে নেওয়া যায় না’।

মন্ত্ৰী আরও বলেন,সংস্কৃত হচ্ছে ভারতীয় সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। সরকার এই ভাষার বিরোধী নয়। সংস্কৃত ভাষা ও সংস্কৃতির বিকাশে অবদান রাখতে সরকার প্ৰস্তুতই রয়েছে। তবে সরকারি সাহায্য প্ৰাপ্ত টোলে শুধু ধর্মীয় বিষয়ে পাঠদান করা হবে তাতে অনুমতি দেওয়া যায় না। সব সরকারি সহা্য্য প্ৰাপ্ত প্ৰতিষ্ঠানে ভাষা সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত,ধর্ম নয়। মন্ত্ৰী বলেন,সংস্কৃত শিক্ষাকে কীভাবে শক্তিশালী করা যায় সেব্যাপারে সরকার একটি বিস্তারিত প্ৰকল্প প্ৰস্তুত করবে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Fire breaks out at business establishment near Powai Tea Estate under Margherita Sub-Division