সংবাদ শিরোনাম

পূর্ত ইঞ্জিনিয়ারদের পথ সারাইয়ের জন্য কড়া বার্তা হিমন্তের

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাজ্যের ১২৬টি বিধানসভা কেন্দ্ৰের পথঘাট সম্পর্কে রবিবার বেশ কড়া বার্তাই পূর্ত ইঞ্জিনিয়ারদের শোনালেন পূর্তমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। পূর্তমন্ত্ৰী সাফ জানিয়ে দেন আগামি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে রাজ্যের সব রাস্তাঘাটের খবর নেবেন।

শর্মা আরও বলেন,পূর্ত বিভাগের(সড়ক ও সেতু)যে সব ইঞ্জিনিয়ার তিন বছরের বেশি সময় ধরে একই স্থানে রয়েছেন তাদের অন্যত্ৰ বদলি করা হবে। এই সব ইঞ্জিনিয়ারদের বদলির জন্য প্ৰস্তুত থাকতেও বলে দিয়েছেন তিনি। কারণ আগামি ১৫ দিনের মধ্যেই তাদের বদলির নির্দেশ দেওয়া হবে।

পূর্তমন্ত্ৰী উল্লেখ করেন,গত আর্থিক বছরে রাজ্যের রাস্তাঘাট সারাইয়ের জন্য ৩,৫০০ কোটি টাকা অনুমোদন করা হয়েছিল। তাই পথঘাটের কাজে কোনওরকম অসামঞ্জস্য বা গরমিল পাওয়া গেলে বিভাগীয় কর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্ৰহণ করা হবে।

রবিবার বিকেলে দিশপুরে পূর্ত বিভাগের কনভেনশন হলে বিভাগীয় ইঞ্জিনিয়ারদের ১৭২টি মহিন্দ্ৰ বলেরো তুলে দিয়ে এবং দুটি মোবাইল ল্যাবরেটরি ভ্যান উদ্বোধন কালে এই বার্তা দেন হিমন্ত।

পূর্তমন্ত্ৰী বলেন,লোকসভা নির্বাচনের সময় রাজ্যের বিভিন্ন স্থানে প্ৰচার চালানো কালে বিভিন্ন স্থানে রাস্তার হাল হকিকৎ তাঁর নজরে এসেছে। পথঘাটের দুরবস্থা সম্পর্কে রাজ্যের মানুষের কাছ থেকে অজস্ৰ অভিযোগ তিনি পেয়েছেন।

কিন্তু ‘আমার ভাবতেও অবাক লাগছে যে গত অর্থ বছরে রাজ্যের পথঘাট সংস্কারের জন্য ৩,৫০০ কোটি টাকা অনুমোদন করা সত্ত্বেও বিভিন্ন স্থানে রাস্তা এখনও খানাখন্দে ভরে আছে। তাই আমি ইঞ্জিনিয়ারদের উদ্দেশে বলছি এখনও সময় আছে তারা যেন জীর্ণ পথঘাটগুলি সরিয়ে তুলতে অবিলম্বে প্ৰয়োজনীয় পদক্ষেপ নেন। রাস্তাঘাটগুলি সঠিকভাবে মেরামত করা হচ্ছে কিনা এবার থেকে আমি সাইকেল চালিয়ে তার খবর নেবো। সকাল ৮ থেকে সন্ধে ৬টা পর্যন্ত আমার এই সাইকেল অভিযান চলবে। সবকটি বিধানসভা কেন্দ্ৰের পথঘাটের খবর নেব আমি’-বলেন পূর্তমন্ত্ৰী।