সংবাদ শিরোনাম

করোনাঃ আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে বিদেশ থেকে আসা নাগরিকদের থার্মাল স্ক্ৰিনিঙের ব্যবস্থা

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ মারণ জীবাণু করোনা ভাইরাসের প্ৰাদুর্ভাব ঠেকাতে উপায় উদ্ভাবনের লক্ষ্যে প্ৰধানমন্ত্ৰীর প্ৰধানসচিব পিকে মিশ্ৰ-র পৌরোহিত্যে বুধবার এখানে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা সমস্ত নাগরিকদের ইউনিভারর্সাল স্ক্ৰিনিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন ক্যাবিনেট সচিব,বিদেশ সচিব,স্বাস্থ্যমন্ত্ৰক,অসামরিক বিমান পরিবহণ,তথ্য ও প্ৰচার,শিপিং,পর্যটন দপ্তরের সচিব ও এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার(এএআই)চেয়ারম্যান,স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের বর্ডার ম্যানেজমেন্টের সচিব,প্ৰতিরক্ষাবাহিনীর বরিষ্ঠ কর্মকর্তা,দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ,নীতি আয়োগ এবং প্ৰধানমন্ত্ৰীর কার্যালয়ের কর্তা ব্যক্তিরা। বলতে গেলে করোনা সংক্ৰমণ রোধে কোমর কষেই নেমেছে কেন্দ্ৰীয় সরকার। করোনার সংক্ৰমণ প্ৰতিরোধে সরকারি পর্যায়ে প্ৰস্তুতি আরও জোরদার করতে দুটি প্ৰধান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। এই সিদ্ধান্তের একটি হচ্ছে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর,সমুদ্ৰ বন্দরগুলোতে বিদেশ থেকে আসা সমস্ত নাগরিকের থার্মাল স্ক্ৰিনিং করা। তাছাড়া বিদেশ থেকে আসা পর্যটকরা কোথায় কোথায় যাবেন তারজন্য একটি ডিক্লেয়ারেশন ফর্ম পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। তাছাড়া দেশের বিভিন্ন প্ৰান্তে জেলা পর্যায়েও যথোচিত পরীক্ষার ব্যবস্থা,বিভিন্ন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারগুলির অংশীদারিত্বে।

স্বরাষ্ট্ৰমন্ত্ৰক(এমএইচএ),এমওভি,রেলওয়ে এবং শ্ৰম মন্ত্ৰক এব্যাপারে তাদের সু্যোগ সুবিধা ও হাসপাতাল ইত্যাদি ব্যবহারে স্বাস্থ্যমন্ত্ৰকের সঙ্গে একযোগে কাজ করবে।

এসময়ে নাগরিকদের কোনও ধরনের জমায়েতে না যেতে আবেদন জানিয়েছে স্বাস্থ্য মন্ত্ৰক। তাছাড়া কর মর্দন সহ সংস্পর্শ এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Coal laden truck overturns at Tinsukia-Makum bypass road, Driver injured