সংবাদ শিরোনাম

পাকিস্তান সন্ত্ৰাসে মদত দেওয়া বন্ধ না করলে নদীর জল দেওয়া বন্ধ করবে ভারতঃ গাড়করি

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ ‘পাকিস্তান যদি সীমান্তপারে সন্ত্ৰাসী কার্যকলাপে মদত দিয়ে যায় তাহলে ভারতের কঠোর পদক্ষেপ গ্ৰহণ ছাড়া কোনও বিকল্প পথ খোলা থাকবে না। পাকিস্তান সন্ত্ৰাসে সমর্থন দেওয়া যদি বহাল রাখে তাহলে তিনটি অভিন্ন নদীর জলের অংশ আমরা পাকিস্তানকে বন্ধ করে দেওয়ার ‘কঠোর’ সিদ্ধান্ত নিতে বাধ্য হবো’। পড়শি দেশটিকে সতর্ক করে দিয়ে একথা বলেন কেন্দ্ৰীয় জল সম্পদ দপ্তরের মন্ত্ৰী নীতিন গাড়করি

এক সাক্ষাৎকারে তিনি বলেন,ওই তিনটি নদীর বিস্তারিত প্ৰজেক্ট রিপোর্ট(ডিপিআর)ভারত খতিয়ে দেখছে এবং সিন্ধু জল চুক্তির অধীনে ওই তিনটি নদীর ওপর ভারতের সম্পূর্ণ অধিকার রয়েছে। ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তির অধীনে তিনটি নদী রবি,বিয়াস এবং সুতলেজের জলের পূর্ণ অধিকার রয়েছে ভারতের। তবে সিন্ধু,ঝিলাম ও চেনাব-এর জলের ওপর রয়েছে পাকিস্তানের অধিকার। ‘ভালবাসা,ভ্ৰাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যেই ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং ভারত বড় ভাই হিসেবে পাকিস্তানকে জলের ভাগ দিচ্ছিলো’-বলেন গাড়কারি।

কিন্তু এখন ভালবাসা,সৌহার্দ্যের পরিবর্তে আমাদের ওপর বোমা হামলা চালানো হচ্ছে এবং তারা ভারতের নিরীহ মানুষকে আক্ৰমণ করছে। তাই সময় এসে গেছে,পাকিস্তান যদি সন্ত্ৰাস ও সন্ত্ৰাসীদের মদত দেওয়া বন্ধ না করে তাহলে নদীর যে জল পাকিস্তানে যাচ্ছে তা বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের সামনে বিকল্প পথ নেই-বলেন গাড়করি।

‘আমরা আমাদের জলের অংশ পাকিস্তানকে দেওয়া বন্ধ করতে যাচ্ছি। এটাই মোক্ষম সময় পাকিস্তান সন্ত্ৰাস মদত দেওয়া বন্ধ করুক। অন্যথায় পরিণতির জন্য প্ৰস্তুত থাকুক’-উল্লেখ করেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী।