সংবাদ শিরোনাম

বিদেশি ঘোষিত বন্দিদের শর্তসাপেক্ষে মুক্তি দিতে পন্থাপদ্ধতি প্ৰস্তুত করছে রাজ্য সরকার

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ শীর্ষ আদালতের এক নির্দেশের প্ৰেক্ষিতে ফরেনার্স ট্ৰাইবুনাল কর্তৃত্ব বিদেশি ঘোষিত যারা রাজ্যের ছটি ডিটেনশন ক্যাম্পে তিন বছরের বেশি সময় বন্দি জীবন কাটিয়েছেন তাদের মুক্তির ব্যাপারে রাজ্য সরকার শর্ত ও নিয়মাবলির পন্থা পদ্ধতি প্ৰস্তুত করছে। অসম পুলিশের সীমান্ত শাখা রাজ্যে এধরনের বন্দিদের সঠিক সংখ্যা নিরূপণে ব্যস্ত রয়েছে। গৃহ ও রাজনৈতিক বিভাগ ডিটেনশন ক্যাম্পের বন্দিদের মুক্তি দেওয়ার ব্যাপারে আইনি দিক ও পন্থা পদ্ধতি সম্পর্কে আইন বিভাগের মতামত চেয়েছে-জানিয়েছে সূত্ৰটি।

আইন বিভাগের মতামত জানার পরই গৃহ এবং রাজনৈতিক বিভাগ পন্থা পদ্ধতিগুলি স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের কাছে পেশ করবে তাদের সুপারিশের জন্য। স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের অনুমোদন পেয়ে গেলে অসম সরকার ডিটেনশন ক্যাম্প থেকে এই সব বন্দিদের মুক্তি দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করবে। ডিটেনশন ক্যাম্প থেকে ঘোষিত বিদেশিদের মুক্তি পাওয়ার জন্য কীভাবে আবেদন করতে হবে,মুক্তির শর্তগুলি এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলি সম্পর্কে পন্থাপদ্ধতিতে বিস্তারিত তথ্য সন্নিবিষ্ট করা হবে।

সূত্ৰটির মতে,এই ছটি ডিটেনশন ক্যাম্পে ২০১৯-এর ৩১ জানুয়ারি পর্যন্ত ৯৩৮ জন বন্দি রয়েছেন। ডিটেনশন ক্যাম্পগুলি রয়েছে,গোয়ালপাড়া ও কোকরোঝাড়ের জেলা কারাগার,শিলচর সেন্ট্ৰাল জেল এবং ডিব্ৰুগড়,যোরহাট ও তেজপুরে।