সংবাদ শিরোনাম

শুধু মহিলাদের জন্য বিশেষ হোটেল স্পেনে

Sentinel Digital Desk

পুরুষের প্ৰবেশ নিষিদ্ধ একটি হোটেল। হোটেলে প্ৰবেশাধিকার রয়েছে শুধু মহিলাদেরই। স্পেনের শহর মিনার্কোতে শুরু হয়েছে প্ৰথম মহিলা হোটেলটি। মহিলাদের জন্য চালু হওয়া এই বিশেষ হোটেলের নাম সোম ডোনা। হোটেলে মহিলাদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। ১৪ বছর এবং তার চেয়েও অধিক বয়সী মহিলার জন্য এই হোটেলে ৩৯টি রুম,পুল,স্পা,গ্ৰন্থাগার ও ছাদ রয়েছে।

মহিলারা দৈনন্দিন জীবনের কর্ম ব্যস্ততার মধ্যে এই হোটেলে এসে কিছুটা সময় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। হোটেলের বিভিন্ন সু্যোগ সুবিধার স্বাদ উপভোগ করে মহিলারা বাইরের জগত থেকে সম্পূর্ণ দূরে থাকতে পারেন। মহিলাদের আরাম ও সু্যোগ সুবিধার জন্য হোটেলে রয়েছে রকমারি ব্যবস্থা। চিকিৎসার সু্যোগ সুবিধাও পাচ্ছেন মহিলারা হোটেলের বিলাসী চত্বরে। স্থানীয় খাদ্য হোটেলটির আরও একটা আকর্ষণ।

হোটেলের একটা ওয়াবসাইটে প্ৰকাশিত তথ্য অনু্যায়ী,মহিলারা চাইলে হোটেলের বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নিতে পারবেন। সব ধরনের মহিলাই হোটেলে প্ৰবেশ করতে পারবেন হোটেলে। তবে কোনও পুরুষ মানুষ হোটেলে প্ৰবেশ করতে পারবেন না।

হোটেলের প্ৰেসিডেণ্ট জন এনরিক কেপেলাই বলেছেন,সব ক্ষেত্ৰে মহিলারা যাতে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে এগোতে পারেন এই হোটেল প্ৰতিষ্ঠার উদ্দেশ্য সেটাই।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Durga Puja 2019: Sharda Trophy Award presented in Tinsukia