সংবাদ শিরোনাম

গুয়াহাটিতে উ.পুবের দীর্ঘতম উড়াল সেতু হচ্ছে

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ যানবাহনের বাড়তি চাপ সহজতর করতে এবং গুয়াহাটি উত্তরপুবের প্ৰবেশ দ্বার হওয়ার কথা মাথায় রেখে রাজ্য সরকার গুয়াহাটিতে একটি মেগা উড়াল সেতু নির্মাণের প্ৰকল্প হাতে নিয়েছে। গুয়াহাটি-শিলং রোডে টি আকৃতির ১.৫ কিলোমিটার দীর্ঘ হবে এই উড়াল সেতু। ডাবল লেনের সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ হলে গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দীর্ঘতম উড়াল সেতু হবে এটি। রাজ্যের পূর্ত বিভাগ(পিডব্লিউডি)এই উড়াল সেতুর বিস্তারিত প্ৰোজেক্ট রিপোর্ট(ডিপিআর)ইতিমধ্যেই প্ৰস্তুত করেছে।

প্ৰস্তাবিত এই উড়াল সেতুটি গণেশগুড়িতে নির্মীয়মাণ সেতুটির বাড়তি একটি সেতু হবে। পল্টন বাজারের দিক থেকে খানাপাড়ার দিক পর্যন্ত বিচার করে মূল উড়াল সেতুটি ডানদিকে প্ৰসারিত করার প্ৰস্তাব রাখা হয়েছে। এটি দিশপুর জনতা ভবনের সামনে থেকে শুরু হয়ে ডাউন টাউন পুলিশ পয়েন্টে এসে শেষ হবে।

অন্যদিকে,ডানদিকের দ্বিখণ্ডটি দিশপুর সুপার মার্কেট মোড় থেকে শুরু হয়ে লাস্ট গেটের ট্ৰাফিক রাউন্ডে(গোলচক্কর)-এর আগে শেষ হবে।

এসওপিডি(স্টেট ওউনড প্ৰায়োরিটি ডেভেলপমেন্ট)স্কিমের অধীনে এই প্ৰকল্প নির্মাণে আনুমানিক খরচ হবে ১২৬ কোটি টাকা। চলতি মাস থেকে এই উড়াল সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। প্ৰকল্প নির্মাণে তিন বছর সময়ের প্ৰয়োজন হবে। তবে রাজ্য পূর্ত বিভাগের সূত্ৰ দ্য সেন্টিনেলকে জানিয়েছে যে,বিভাগ চেষ্টা করবে নির্ধারিত সময়ের আগে সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ করে তুলতে।

উড়াল সেতু নির্মাণের সময় ট্ৰাফিক চলাচলে যাতে কোনও ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য পূর্ত বিভাগ ইতিমধ্যেই জরিপের কাজ সম্পাদন করে একটি রিপোর্ট প্ৰস্তুত করেছে। এই বিষয়টি তারা গুয়াহাটি ট্ৰাফিক পুলিশ কর্তৃপক্ষের সঙ্গেও শেয়ার করবে বলে জানিয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Runne Villagers in Arunachal Pradesh surrendered 12 Air Guns before DFO