সংবাদ শিরোনাম

নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে চাবুয়ায় বিশাল গণসমাবেশ

Sentinel Digital Desk

ডিব্ৰুগড়ঃ সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)ও ৩০টি জাতীয় সংগঠনের উদ্যোগে নাগরিকত্ব সংশোধনী আইনের(ক্যা)বিরুদ্ধে বৃহস্পতিবার মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের গৃহ শহর চাবুয়ায় জোরদার গণ বিক্ষোভ প্ৰদর্শন করা হয়। আসুর ডিব্ৰুগড় জেলাশাখা চাবুয়া আঞ্চলিক ছাত্ৰ সংস্থা ও শহরের জনগণের সহযোগিতায় এই প্ৰতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ বলেন,‘মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল আসুর সভাপতি থাকাকালে জনগণ এবং সেই সঙ্গে কেন্দ্ৰ ও রাজ্য সরকারকে এটা বোঝাতে চেষ্টা করেছিলেন একমাত্ৰ অসম চুক্তির বিধি ব্যবস্থা রূপায়ণের মাধ্যমেই অসমে বিদেশি ইস্যুর সমাধান করা সম্ভব। কিন্তু মুখ্যমন্ত্ৰীর দায়িত্ব পাওয়ার পর সোনোয়াল কেন্দ্ৰের ইসারায় কাজ করছেন। রাজ্যের মানুষের আবেগ অনুভূতিকে অবজ্ঞা করে সম্প্ৰতি সংসদে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনের(ক্যা)মাধ্যমে সোনোয়াল অবৈধ বিদেশি নাগরিকের জটিল সমস্যাটি সমাধান করতে চাইছেন’।

ক্যা সম্পর্কে আসুর অবস্থান ফের উল্লেখ করে গগৈ আরও বলেন,‘রাজ্যের মানুষ ইতিমধ্যেই রাজ্য সরকারকে কাণঠাসা করে দিয়েছেন এবং আগামি দিনে রাজনৈতিকভাবে এই সরকারকে মোক্ষম জবাব দেওয়ার জন্য প্ৰস্তুতি নিচ্ছেন। ক্যার বিরুদ্ধে রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্ৰতিবাদ সমাবেশে অংশ নিচ্ছেন। ‘নাগরিকত্ব সংশোধনী আইন শুধু অসাংবিধানিকই নয়,এটা রাজ্যের খিলঞ্জিয়া মানুষের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী’।

গগৈ অসমিয়া মানুষের বৃহত্তর স্বার্থে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন প্ৰত্যাহার করার জন্য সরকারের কাছে দাবি জানান। সেইসঙ্গে অসমিয়া মানুষের ভাষা,সংস্কৃতি এবং রাজনৈতিক অধিকার অক্ষত রাখারও আর্জি জানান তিনি। আসু নেতা সতর্ক করে দিয়ে বলেন,এর অন্যথা হলে রাজ্যের সব শ্ৰেণির মানুষ রাজ্য সরকারের যোগসাজশে কেন্দ্ৰের এই ষড়যন্ত্ৰের বিরুদ্ধে লড়তে পিছ পা হবে না। গণ সমাবেশে উপস্থিত ব্যক্তিরা ক্যা বিরোধী শ্লোগান দিয়ে বলেছেন কেন্দ্ৰ এই আইন রদ না করা পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রাজনৈতিক দলগুলির জন্য নতুন নির্দেশিকা

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Man dies after bike hits electric pole in Chirang District