সংবাদ শিরোনাম

দ্বিতীয়বার প্ৰধানমন্ত্ৰী হিসেবে শপথ নিলেন নরেন্দ্ৰ মোদি,কেন্দ্ৰীয় মন্ত্ৰিসভার তালিকা

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ নরেন্দ্ৰ দামোদরদাস মোদি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় দ্বিতীয়বার দেশের প্ৰধানমন্ত্ৰী হিসেবে শপথ নিলেন। রাষ্ট্ৰপতি ভবনের ফোরকোর্টে এক জাঁকালো অনুষ্ঠানে মোদি এবং তাঁর মন্ত্ৰিসভার সদস্যদের গোপনীয়তা রক্ষার শপথবাক্য পাঠ করান স্বয়ং রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ। এদিন মন্ত্ৰী পদে শপথ নেন মোট ৫৭ জন। এরমধ্যে ২৪ জন পূর্ণমন্ত্ৰী,স্বতন্ত্ৰ মন্ত্ৰী হিসেবে ৯ জন এবং আরও ২৪ জন প্ৰতিমন্ত্ৰী হিসেবে শপথ নেন। মোদির পরই বিজেপি সভাপতি অমিত শাহ,রাজনাথ সিং,নীতিন গাড়কারি প্ৰাক্তন বিদেশ সচিব এস জয়শঙ্কর শপথ নেন। এভাবেই এক এক করে শপথ নেন মোট ৫৭ জন মন্ত্ৰী।

শপথগ্ৰহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্ৰনেতারা। উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী,প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিং,কংগ্ৰেস সভপতি রাহুল গান্ধী সহ বেশকিছু বিরোধী নেতা। বিমস্টেক দেশের প্ৰতিনিধিরাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্ৰীরাও। শিল্পপতি মুকেশ আম্বানি এবং তাঁর সহধর্মিণী নীতা আম্বানি,রতন টাটা প্ৰমুখ উপস্থিত ছিলেন। আমন্ত্ৰিতদের মধ্যে ছিলেন ক্ৰীড়াবিদ,চলচ্চিত্ৰ জগতের তারকা ও প্ৰখ্যাত সংগীত শিল্পীরাও।

মোদির মন্ত্ৰিসভায় পূর্ণাঙ্গ মন্ত্ৰী হিসেবে যাঁরা শপথ নিয়েছেন তাঁরা হলেনঃ রাজনাথ সিং,অমিত শাহ,নীতিন গাড়করি,ডিভি সদানন্দ গৌড়া,নির্মলা সীতারামন,রামবিলাস পাসোয়ান,নরেন্দ্ৰ সিং টোমার,রবিশঙ্কর প্ৰসাদ,হরসিমরত কৌর বাদল,তাওয়ার চান্দ গেহলট,সুব্ৰহ্মনিয়ম জয়শঙ্কর,রমেশ পোকরিয়াল নিশাঙ্ক,অর্জুন মুন্ডা,স্মৃতি জুবিন ইরানি,হর্ষবর্ধন,প্ৰকাশ জাভড়েকর,পীউস গোয়েল,ধর্মেন্দ্ৰ প্ৰধান,মুক্তার আব্বাস নকভি,প্ৰহ্লাদ যোশি,মহেন্দ্ৰ নাথ পান্ডে,অরবিন্দ সাওন্ত,গিরিরাজ সিং,গজেন্দ্ৰ সিং শেখাওয়াত।

স্বতন্ত্ৰ দায়িত্বপ্ৰাপ্ত ৯ জন প্ৰতিমন্ত্ৰী হলেনঃ সন্তোষ কুমার পাংওয়ার রাও ইন্দ্ৰজিৎ সিং,শ্ৰীপদ ইয়েসো নায়েক,জিতেন্দ্ৰ সিং,আর কে সিং,কিরেন রিজিজু,প্ৰহ্লাদ সিং প্যাটেল,হরদীপ সিং পুরি,মনসুখ মানন্দাভিয়া।

শপথগ্ৰহণকারী ২৪ জন প্ৰতিমন্ত্ৰী হলেনঃ ফগন সিং কুলাস্তে,অশ্বিনী কুমার চৌবে,অর্জুন রাম মেঘওয়াল,জেনারেল(অবসরপ্ৰাপ্ত)ভিকে সিং,কৃষেন পল,দানবে রাওসাহেব দাদারাও,জি কিষাণ রেড্ডি,পুরুষোত্তম রূপালা,রামদাস আঠাওয়ালে,সাধ্বী নিরঞ্জন জ্যোতি,বাবুল সুপ্ৰিয়,সঞ্জীব কুমার বালওয়ান,ধোত্ৰে সঞ্জয় শ্যামরাও,অনুরাগ সিং ঠাকুর,অঙ্গাদি সুরেশ চানাবাসাপ্পা,নিত্যানন্দ রাই,রতনলাল কাটারিয়া,ভি মুরলীধরন,রেণুকা সিং সারুটা,সোমপ্ৰকাশ,রামেশ্বর তেলি,প্ৰতাপ চন্দ্ৰ সারেঙ্গি,কৈলাশ চৌধারি,দেবশ্ৰী চৌধুরি।