গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থার(আসু)সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ সোমবার বলেছেন,স্থানীয় ভূমিপুত্ৰ যে সব মানুষের নাম চূড়ান্ত এনআরসি থেকে বাদ পড়েছে তাদের নাম চূড়ান্ত এনআরসিতে অন্তর্ভুক্তির জন্য আইনি সাহা্য্য সহ সম্ভাব্য সবরকমের সাহা্য্য করবে ছাত্ৰ সংগঠন।
চূড়ান্ত এনআরসি থেকে বহু স্থানীয় ভূমিপুত্ৰের নাম বাদ পড়ার বিষয়টি প্ৰচার মাধ্যম ও অন্যান্য সূত্ৰ থেকে জানার পরই আসু নেতারা ওই আশ্বাস দিয়েছেন। গত ৩১ আগস্ট রাজ্যে চূড়ান্ত এনআরসি প্ৰকাশিত হয়। ‘এনআরসিতে যদি স্থানীয় ভূমিপুত্ৰদের নাম অন্তর্ভুক্ত না হয় তাহলে কার নাম আপনি অন্তর্ভুক্ত করবেন? রাজ্যের বহু প্ৰত্যন্ত অঞ্চল ও গণ্ডগ্ৰাম এলাকা থেকে আমাদের কাছে খবর এসেছে যে অনেক স্থানীয় মানুষ এনআরসিতে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন পর্যন্ত করেননি। ’এ ধরনের ভূমিপুত্ৰ মানুষের নাম এখন চূড়ান্ত এনআরসিতে অন্তর্ভুক্ত করতেই হবে’-বলেন গগৈ।
তিনি বলেন,এনআরসি থেকে বাদ পড়া এবং সেই সঙ্গে আবেদন না করা রাজ্যের মূল বাসিন্দাদের নাম চূড়ান্ত এনআরসিতে অন্তর্ভুক্ত করার জন্য আসু আইনি সাহা্য্যেরও হাত বাড়াবে। ‘যেহেতু সুপ্ৰিম কোর্টের তদারকিতে এনআরসি নবায়নের কাজ হয়েছে সেই হেতু শীর্ষ আদালত এনআরসিতে ভূমিপুত্ৰ মানুষের নাম অন্তর্ভুক্ত না হওয়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করবে। সুপ্ৰিম কোর্টের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে’-বলেন আসু নেতা।
গগৈ আরও বলেন,চূড়ান্ত এনআরসি সম্পর্কে সুপ্ৰিমকোর্টের কাছে প্ৰতিকারমূলক ব্যবস্থা গ্ৰহণের আবেদন জানাতে আসু আইনি বিশেষজ্ঞদের সঙ্গে শলাপরামর্শ করছে। চূড়ান্ত এনআরসিতে নাম ছুটের যে সংখ্যা প্ৰকাশ পেয়েছে আসু তাতে খুশি নয়-বলেন গগৈ।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ চূড়ান্ত এনআরসি থেকে নাম ছুটের সংখ্যা নিয়ে তীব্ৰ অসন্তুষ্ট আসু
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 36th ‘Abhiruchi Sports Day’ observed in Guwahati | The Sentinel News | Assam News