সংবাদ শিরোনাম

এনআরসি-র শুনানি পর্বে আপত্তিকারী গরহাজির থাকলে আবেদনকারীকে ক্লিনচিট দেওয়া উচিতঃ এপিডব্লিউ

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ আসাম পাবলিক ওয়র্কসের(এপিডব্লিউ)সভাপতি অভিজিৎ শর্মা বলেছেন,রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জির(এনআরসি)আপত্তি নিয়ে শুনানি পর্বে যদি আপত্তিকারী ব্যক্তি গরহাজির থাকেন তাহলে যাদের বিরুদ্ধে আপত্তি দাখিল করা হয়েছিল সেইসব আবেদনকারীকে ক্লিনচিট দেওয়া উচিত।

শর্মা শুক্ৰবার গুয়াহাটিতে সাংবাদিকদের বলেন,রাজ্যের একটা শ্ৰেণি এনআরসি ইস্যু এবং বাংলাদেশি সমস্যা জিইয়ে রাখার চেষ্টা করছে। ‘রাজ্যে বাংলাদেশি সমস্যার কোনও সমাধান হলে এই শ্ৰেণির আয়ের উৎসে ব্যাঘাত সৃষ্টি হবে’। এপিডব্লিউ-র সভাপতি আরও বলেন,‘এনআরসির সম্পূর্ণ খসড়ায় নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে ঢালাও হারে আপত্তি জমা পড়েছে। সমস্যা সমাধানে বাধা দেওয়াই এর লক্ষ্য। এপিডব্লিউ এনআরসি মামলা সম্পর্কে সুপ্ৰিমকোর্টে আবেদনকারীদের মধ্যে প্ৰধান ছিল।