সংবাদ শিরোনাম

এনআরসিঃ ডিসি,এসপিদের সঙ্গে আজ বৈঠক মুখ্যমন্ত্ৰীর

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাজ্যে চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)আগামি ৩১ আগস্ট প্ৰকাশিত হচ্ছে। তাই চূড়ান্ত এনআরসি থেকে নাম ছুট ব্যক্তিদের আইনি সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জেলা আইন সেবা কর্তৃপক্ষের মাধ্যমে নাম ছুটদের এই সাহা্য্য দেওয়া হবে। এনআরসিতে নাম অন্তর্ভুক্ত না হওয়া ব্যক্তিদের জন্যই এই সাহা্য্যের পদক্ষেপ নেওয়া হয়েছে। নাম ছুট সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশি ঘোষণা করা যাবে না।

একই সঙ্গে এনআরসি প্ৰকাশের পরবর্তী পর্যায়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্ৰে কোনওরকম ফাঁক রাখতে চাইছে না সরকার। এনআরসি প্ৰকাশের পর কী ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে সে সম্পর্কে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছেন। এনআরসি ইস্যু নিয়ে রাজ্য সরকার আজ জেলাশাসক এবং পুলিশ সুপারদের এক বৈঠক ডেকেছে। বৈঠকে স্বয়ং মুখ্যমন্ত্ৰী উপস্থিত থাকছেন। এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়া শুধু অসমেই এগোচ্ছে। রেজিস্ট্ৰার জেনারেল অফ ইন্ডিয়া নবায়নের কাজ দেখছেন। সুপ্ৰিম কোর্টের সরাসরি তত্ত্বাবধানে চলছে এনআরসি নবায়নের কাজ। চূড়ান্ত এনআরসি প্ৰকাশের পর নামছুট ব্যক্তিদের বিদেশি ট্ৰাইবুনালে(এফটি)আবেদন জানানোর সময় সীমা ৬০ থেকে ১২০ দিনে বৃদ্ধি করার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্ৰ ও রাজ্য সরকার। কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰক বৃহস্পতিবার ২০১৯-এর ফরেনার্স ট্ৰাইবুনালের সংশোধনী নির্দেশের ক্ষেত্ৰে প্ৰয়োজনীয় সংশোধনের কাজ সেরে নিয়েছে।

এনআরসি ছুট ব্যক্তিদের নাম বিদেশি ট্ৰাইবুনালে পাঠাবে হয় রাজ্য সরকার নতুবা সংশ্লিষ্ট ব্যক্তিরা। মোট ৩০টি বিদেশি ট্ৰাইবুনাল নাম ছুটদের মামলাগুলো খতিয়ে দেখে রায় দেবে। এখানে উল্লেখ করা যেতে পারে যে একমাত্ৰ বিদেশি ট্ৰাইবুনালেরই(এফটি)১৯৪৬ সালের বিদেশি আইন এবং ১৯৬৪-র ফরেনার্স ট্ৰাইবুনালের নির্দেশ অনু্যায়ী একজন ব্যক্তিকে বিদেশি ঘোষণা করার পূর্ণ ক্ষমতা থাকবে। নাম ছুটরা নির্ধারিত কোন বিদেশি ট্ৰাইবুনালে আপিল জানাবেন রাজ্য সরকার এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানাবে।

এদিকে,রাজ্য সরকারের গৃহ ও রাজনৈতিক বিভাগ এব্যাপারে স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের সঙ্গে ঘন ঘন যোগাযোগ রাখছে। মুখ্যমন্ত্ৰী সোনোয়াল এনআরসির বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহর সঙ্গে কয়েক দফায় আলোচনা করেছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: One dies on being attacked by stray bull in Bongaigaon