তিনসুকিয়াঃ রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)থেকে নাম ছুট প্ৰকৃত ভারতীয় গোর্খাদের রিভেরিফিকেশন করার জন্য মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের কাছে আর্জি জানিয়েছে সারা অসম গোর্খা ছাত্ৰ সংস্থার(এএজিএসইউ)তিনসুকিয়া জেলা কমিটি। সংস্থা এনআরসি ছুট প্ৰকৃত ভারতীয় গোর্খাদের বিদেশি ট্ৰাইবুনালে(এফটি)না পাঠিয়ে তাদের সংশ্লিষ্ট সেবা কেন্দ্ৰে(এনএসকে)রিভেরিফিকেশনের কাজ সম্পন্ন করতে মুখ্যমন্ত্ৰী সোনোয়ালকে অনুরোধ করেছে।
এনআরসি থেকে প্ৰকৃত ভারতীয় গোর্খাদের নাম ছেঁটে ফেলার প্ৰতিবাদে গোর্খা ছাত্ৰ সংস্থার সদস্যরা শুক্ৰবার তিনসুকিয়া জেলাশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করে।
মুখ্যমন্ত্ৰী সোনোয়ালয়ের উদ্দেশে পাঠানো এক স্মারকপথে গোর্খা ছাত্ৰ সংস্থা গভীর দুঃখ প্ৰকাশ করে বলেছে,১৯৭১ সালের অনেক আগে থেকেই গোর্খা সম্প্ৰদায়ের সীমিত সংখ্যক জনগোষ্ঠী অসমে বসবাস করে আসছেন। রাজ্য সরকার এবং এনআরসি কর্তৃপক্ষ চূড়ান্ত এনআরসি-র তালিকা থেকে এই সময় গোর্খাদের নাম ছেঁটে ফেলেছে। উল্টে ওই সমস্ত গোর্খা জনগোষ্ঠীর পিঠে ‘ডি’ ভোটারের তকমা সেঁটে দেওয়া হয়েছে। ‘ডি’ ভোটার ইস্যুতে এক ত্ৰিপাক্ষিক আলোচনার পর তদানীন্তন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং একটি সার্কুলার জারি করেছিলেন। কিন্তু তৎসত্ত্বেই নাগরিক পঞ্জিতে গোর্খাদের নাম ছাঁটতে চরম পদক্ষেপ নেওয়া হয়েছে- স্মারকপত্ৰে উল্লেখ করেছে সংস্থা।
গোর্খা ছাত্ৰ সংগঠন আরও বলেছে,শুধু উজান অসমেই প্ৰায় ১ লক্ষ গোর্খা মানুষের নাম এনআরসি থেকে ছাঁটা হয়েছে সাব-টাইটেল না মেলা ও লিংকেজ ডকুমেন্ট ইত্যাদি কারণের জন্য।
সংস্থা অভিযোগ করেছে,নাগরিক পঞ্জি নিয়ে শুনানির সময় সেবা কেন্দ্ৰের বেশকিছু কর্মকর্তা গোর্খাদের বিভ্ৰান্ত করেছেন এবং তাদের সঙ্গে দ্বিতীয় শ্ৰেণির নাগরিক হিসেবে আচরণ করা হয়েছে। শুধু তাই নয় গোর্খাদের গ্ৰেইজিং পারমিট গ্ৰহণেও অস্বীকার করা হয়েছে। যার পরিণতিতে গোর্খাদের নাম চূড়ান্ত এনআরসি থেকে ঢালাও হারে কর্তন করা হয়েছে বলে সংস্থা স্মারকপত্ৰে অভিযোগ করেছে।
গোর্খা ছাত্ৰ সংগঠনটি স্মারকলিপিতে আরও বলেছে,এই জনগোষ্ঠীর মধ্যে স্বাধীনতা সংগ্ৰামী,শহিদ এবং প্ৰাক্তন সেনা কর্মীও রয়েছেন। এদের নাম পর্যন্ত চূড়ান্ত এনআরসিতে ঠাঁই পায়নি। এর কারণ একমাত্ৰ এনআরসি কর্তৃপক্ষই বলতে পারবেন-উল্লেখ করা হয়েছে স্মারকপত্ৰে। চূড়ান্ত এনআরসি থেকে গোর্খাদের নাম বাদ পড়ায় বিভিন্ন গোর্খা সংগঠন প্ৰচণ্ড ক্ষুব্ধ। গোর্খা সংগঠনগুলি বলেছে,নাগরিকত্ব প্ৰমাণের জন্য তাদের কাছে প্ৰয়োজনীয় নথিপত্ৰও রয়েছে।
সারা অসম গোর্খা ছাত্ৰ ইউনিয়নের সভাপতি প্ৰেম তামাং সম্প্ৰতি বলেছেন,রাজ্যে বসবাসকারী ব্যাপক সংখ্যক গোর্খার নাম চূড়ান্ত এনআরসি থেকে কেন ছাঁটা হলো তার জবাব এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলাকে দিতে হবে।
ফরেনার্স ট্ৰাইবুনালে যাওয়ার প্ৰস্তাব খারিজ করে তামাং বলেছেন,কেন আমরা বিদেশি ট্ৰাইবুনালে যাবো? আমরা মোটেই বিদেশি নই। এরাজ্যে প্ৰায় ২৫ লক্ষ গোর্খা রয়েছেন। তিনি বলেন,গোর্খাদের ডি ভোটারের সমস্যা রয়েছে। রাজ্য সরকার এই ইস্যুটির সমাধানের কখনোই চেষ্টা করেনি-অভিযোগ করেন তিনি।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এনআরসি ছুটরা রিজেকশন অর্ডারের কপি নভেম্বরের আগে নাও পেতে পারেন,আশঙ্কা সচেতন মহলের
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: All Assam Gorkha Chatra Sanstha protest in Tinsukia | The Sentinel News | Assam News