সংবাদ শিরোনাম

এনআরসি দেশজুড়ে রূপায়ণ করা হবে,বললেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)দেশজুড়ে রূপায়ণ করা হবে। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ বুধবার রাজ্যসভায় একথা ঘোষণা করেছেন। একই সঙ্গে শাহ বলেন,এনআরসির জন্য যেকোনও ধর্মের কোনও মানুষকে ভয় পাওয়ার কারণ নেই। ‘সুপ্ৰিম কোর্টের তত্ত্বাবধানে অসমে নাগরিক পঞ্জি নবায়নের কাজ করা হয়েছিল। এখন সারা দেশেই নাগরিক পঞ্জি তৈরি করা হবে। তাই স্বাভাবিকভাবেই গোটা দেশের সঙ্গে অসমেও নতুন করে তৈরি করা হবে নাগরিক পঞ্জি। শাহ পরিষ্কার করে জানিয়ে দেন এনিয়ে কোনও ধর্মের মানুষের আতঙ্কিত হবার কারণ নেই। কারণ নাগরিক পঞ্জিতে সব ভারতীয়র নামই অন্তর্ভুক্ত করা হবে। কংগ্ৰেস নেতা সৈয়দ নাসির হুসেনের এক প্ৰশ্নের জবাব দিতে গিয়ে শাহ বলেন,এনআরসি প্ৰক্ৰিয়ার সময় কোনও ধর্মকে টার্গেট করা অথবা বিচ্ছিন্নভাবে দেখা হবে না।

বেশকজন সাংসদ রাজ্যসভায় নাগরিক পঞ্জির সঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিলের(ক্যাব)কোনও সম্পর্ক নেই। তাই এই দুটো বিষয়কে একসঙ্গে গুলিয়ে ফেলা উচিত হবে না। তিনি খোলসা করে বলেন,নাগরিকত্ব সংশোধনী বিলে বাংলাদেশ,পাকিস্তান ও আফগানিস্তান ইত্যাদি দেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্ৰয় নেওয়া-হিন্দু,জৈন,বৌদ্ধ,শিখ,পার্শি ও খ্ৰিস্টান সম্প্ৰদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। শাহ বলেন,অসমে চূড়ান্ত এনআরসি থেকে নামছুট ব্যক্তিরা তহশিল পর্যায়ে গঠিত ট্ৰাইবুনালের দ্বারস্থ হতে পারবেন। ট্ৰাইবুনালের দ্বারস্থ হওয়ার জন্য যে সমস্ত মানুষের আর্থিক ক্ষমতা নেই অসম সরকার তাদের আর্থিক সহায়তাও দেবে। এব্যাপারে আইনজীবীকে কাজে লাগানোর খরচও সরকারই বহন করবে-বলেন তিনি।

অসমে প্ৰকাশিত চূড়ান্ত এনআরসিতে বহু প্ৰকৃত ভারতীয়র নাম বাদ পড়েছে। এই সংখ্যা ১৯ লক্ষেরও বেশি। তাঁর মতে,এই সমস্ত মানুষের অনেকেই নিজেদের দাবি প্ৰমাণে উপযুক্ত নথি দাখিল করেননি। তবে এদের জন্য বিকল্প ব্যবস্থা হচ্ছে তারা বিদেশি ট্ৰাইবুনালে আবেদন জানাতে পারবেন এবং সেই মতো তাদের কোর্টের দ্বারস্থ হতে হবে। অবৈধ অনুপ্ৰবেশকারীদের চিহ্নিত করতেই অসমে ১৯৭১-এর ২৫ মার্চকে ভিত্তি বছর হিসেবে ধরে এনআরসি নবায়ন করা হয়েছিল।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Congress party and Rahul Gandhi must apologize to the country: Assam BJP