সংবাদ শিরোনাম

এনআরসি প্ৰকাশের পরবর্তী পরিস্থিতির মোকাবিলায় সোনোয়ালকে সাহায্যের আশ্বাস রাজনাথের

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ অসমে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)প্ৰকাশের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্ৰ মন্ত্ৰী রাজনাথ সিং রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালকে সব ধরনের সাহা্য্যের প্ৰতিশ্ৰুতি দিয়েছেন।

রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপিকে(পুলিশ প্ৰধান)সঙ্গে নিয়ে সোনোয়াল এখানে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিঙের সঙ্গে একপ্ৰস্ত আলোচনা করেন,এনআরসি প্ৰকাশের পর উদ্ভুত রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। রাজ্যের প্ৰত্যেক নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া সরকারের কর্তব্য। এব্যাপারে স্বরআষ্ট্ৰমন্ত্ৰী ও সোনোয়াল সহমত ব্যক্ত করেন।

মুখ্যমন্ত্ৰী সোনোয়াল সোমবার ফের বলেছেন,রাজ্যে চূড়ান্ত এনআরসি যথাসময়েই প্ৰকাশ করা হবে। এনআরসি-র নামে কোনও প্ৰকৃত ভারতীয় নাগরিককে হেনস্তার মুখে পড়তে হবে না। ‘সুপ্ৰিমকোর্টের নির্দেশ অনু্যায়ী আমরা চূড়ান্তএনআরসি ৩১ জুলাইয়ের আগেই প্ৰকআশ করবো’। ‘আমি ফের বলতে চাই যে এনআরসি প্ৰক্ৰিয়ায় কোনও প্ৰকৃত ভারতীয় নাগরিককে হয়রানির মুখে পড়তে হবে না। রাজ্যে চূড়ান্ত এনআরসি প্ৰকাশের প্ৰস্তুতি সম্পর্কে সোনোয়াল এদিন স্বরাষ্ট্ৰমন্ত্ৰকে অবহিত করেন।

মুখ্যমন্ত্ৰী এদিন দাবি ও আপত্তি সম্পর্কে এনআরসি-র শুনানি প্ৰক্ৰিয়ায় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট জনগণের প্ৰতি আহ্বান জানান। ‘দাবি ও আপত্তি নিয়ে শুনানি পর্বে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য আমি আবেদন জানাচ্ছি। অসমের মানুষ এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়ায় সমর্থনের হাত বাড়িয়েছেন’-বলেন সোনোয়াল। এনআরসি-র প্ৰথম দফার সম্পূর্ণ খসড়া প্ৰকাশের সময় রাজ্যের মানুষ যেভাবে সাহা্য্যের হাত বাড়িয়েছেন চূড়ান্ত এনআরসি প্ৰকাশের পরও আইনশৃঙ্খলা রক্ষায় জনগণ অনুরূপ সহযোগিতা বজায় রাখবেন বলে আশা করেন মুখ্যমন্ত্ৰী। তিনি বলেন,প্ৰত্যেক প্ৰকৃত ভারতীয় নাগরিকের আতঙ্কগ্ৰস্ত হওয়ার কোনই কারণ নেই। এনআরসির দাবি ও আপত্তি প্ৰক্ৰিয়ায় জনগণকে সব ধরনের সাহা্য্যের আশ্বাস দেন সোনোয়াল।

গুয়াহাটিতে গ্ৰেনেড বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের স্বল্প সময়ের মধ্যে আটক করতে সফল হওয়ায় মুখ্যমন্ত্ৰী রাজ্য পুলিশের প্ৰশংসা করেন। রাজ্যের মানুষের স্বার্থ বিরোধী কাজ যারা করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে-বলেন সোনোয়াল। উন্নয়নের স্বার্থে যেকোনও মূল্যে রাজ্যে শান্তির পরিবেশ জিইয়ে রাখতে হবে।

লোকসভার নির্বাচন নিয়ে বুথ ফেরৎ সমীক্ষার রিপোর্টের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্ৰী বলেন,‘এনডিএ সরকার ফের ক্ষমতায় আসবে। নরেন্দ্ৰ মোদি দ্বিতীয় দফায় আমাদের প্ৰধানমন্ত্ৰী হবেন’।

সোনোয়ালের সঙ্গে ছিলেন ডিজিপি কুলধর শইকিয়া,আইজিপি(এসবি)হীরেন নাথ এবং অন্যান্য কর্মকর্তারা। কেন্দ্ৰের পক্ষে বৈঠকে হাজির ছিলেন স্বরাষ্ট্ৰ সচিব রাজীব গৌবা, সত্যেন্দ্ৰ গার্গ(জয়েণ্ট সেক্ৰেটারি উত্তর পূর্ব)প্ৰমুখ।