সংবাদ শিরোনাম

নবরাত্ৰির ব্ৰতধারী যাত্ৰীদের আহারের জন্য রেলের বিশেষ পদক্ষেপ

Sentinel Digital Desk

উৎসবের মরশুমে ভারতীয় রেলওয়ে জনসাধারণের জন্য এক বিশেষ উপহারের প্ৰস্তাব রেখেছে। নবরাত্ৰির সঙ্গে সঙ্গতি রেখে রেল কর্তৃপক্ষ টানা নদিন যাত্ৰীদের দেবে ব্ৰতের উপযোগী খাদ্য। কারণ নবরাত্ৰির সময় রেলে ভ্ৰমণ করা কিছু সংখ্যক যাত্ৰী নানা অসুবিধার সম্মুখীন হন। এসব কথা মাথায় রেখেই ভারতীয় রেল সেবা যাত্ৰীরা যাতে কোনও অসুবিধার মুখে না পড়েন সেজন্যই এই পদক্ষেপ নিয়েছে।

রেল কর্তৃপক্ষ ব্ৰতধারী যাত্ৰীদের জন্য ব্ৰতর উপযোগী খাদ্যই ম্যানুতে রাখার ব্যবস্থা করছে। ২৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ইচ্ছুক যাত্ৰীরা ব্ৰতর উপযোগী খাদ্য লাভ করবেন। অন্যদিকে ব্ৰতধারী যাত্ৰীরা ট্ৰেনে নিজের খাদ্য ই ক্যাটারিং এবং ফুড অন ট্ৰ্যাক অ্যাপের মাধ্যমে অর্ডার দিতে পারবেন। আইআরসিটিসি নির্দিষ্ট স্থানে রেস্টুরেন্টের মাধ্যমে খাদ্যের জোগান ধরবে।

আইআরসিটিসি-র নিয়ম অনু্যায়ী এই সুবিধা পাওয়ার জন্য যাত্ৰীদের বৈধ পিএনআর নম্বর থেকে যাত্ৰার প্ৰায় দুঘন্টা আগে খাদ্যের অর্ডার দিতে হবে। সেইসঙ্গে বিল পরিশোধ করতে হবে। তবে আপনি খাদ্য গ্ৰহণের আগে অথবা পরেও বিল শোধ করতে পারবেন। অন্যদিকে,ব্ৰতর উপযোগী খাদ্য সে সব স্টেশনে উপলব্ধ হয়ে সেগুলো হলো কানপুর সেন্ট্ৰাল,জব্বলপুর,জয়পুর,পাটনা,ঝাঁসি,বড়লাম,রাজেন্দ্ৰ নগর,বীণা,হজরত নিজামুদ্দিন,আম্বালা ক্যান্টনমেন্ট, ঔরঙ্গাবাদ,ইতারসি,অকৌলা,ওসই রোড,ওয়াপি,কল্যাণ,বোরিগুলি,দুর্গ,দৌন্ড,মথুরা,ভূপাল,উজ্জয়িনী এবং আহমেদনগর ইত্যাদি।

উল্লেখ্য,ব্ৰতর ম্যানুতে থাকা খাদ্য সমূহ হচ্ছে,সাবু,কুট্টর আটা,খিচুড়ি,আলু টিক্কি,নবরাত্ৰি থালি,জিরা আলু,ফেন্স ফ্ৰাই,ফলহারি চুড়া,ফলহারি থালি,মলাই বরফি,রসমলাই,মিল্ক কেক,লাচ্ছি,দৈ ইত্যাদির মতো সামগ্ৰী।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 2nd Day of Vanya Prani Saptah (Wildlife Week) observed at Kaziranga National Park