সংবাদ শিরোনাম

ক্যা-র বিরুদ্ধে মহানগরীতে শিল্পী সমাজের প্ৰতিবাদ মিছিল

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী আইনের(ক্যা)বিরুদ্ধে শিল্পীসমাজ রবিবার গুয়াহাটি মহানগরীর জালুকবাড়ি স্থিত ড. ভূপেন হাজরিকা সমাধি ক্ষেত্ৰ থেকে দীঘলিপুকুর পার পর্যন্ত একটি মিছিল বের করে। সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু),অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদ(এজেওয়াইসিপি),সারা অসম সোনোয়াল কছাড়ি ছাত্ৰ সংস্থা(এএএসকেএসইউ)সহ বিভিন্ন ছাত্ৰ সংগঠন ও সাধারণ মানুষ মিছিলে অংশ নেন। ড.ভূপেন হাজরিকার সমাধি ক্ষেত্ৰে প্ৰদীপ প্ৰজ্বলন এবং ভোরতাল নৃত্যের(সত্ৰীয়া নৃত্যধারা)মাধ্যমে মিছিল শুরু করা হয়। এই সমাবেশে জনপ্ৰিয় শিল্পী জুবিন গার্গ ক্যা-র বিরুদ্ধে আগামি আন্দোলন কর্মসূচিতে জনগণকে সমর্থনের হাত বাড়াতে আবেদন জানান। তিনি বলেন,‘আমরা আমাদের অবস্থানে অবিচল,অনড় রয়েছি। সব মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি আমরা। যদি প্ৰয়োজন হয় তাহলে বিকল্প রাজনৈতিক মঞ্চ গড়ার জন্য আমরা সমস্ত দাবিদারদের সঙ্গে আলোচনা করবো। আমরা একজন নেতার খোঁজে রয়েছি,যিনি আমাদের ইস্যুগুলো বুঝবেন এবং খিলঞ্জিয়া মানুষের জ্বলন্ত ইস্যুগুলির সমাধানের কথা ভাববেন’।

সমাবেশে আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বলেন,আগামি ৯ জানুয়ারি রাজ্যের মানুষ তাদের যন্ত্ৰ সংতীতের সরঞ্জাম নিয়ে ক্যার বিরুদ্ধে রণসিঙ্গা(যুদ্ধের দামামা)বাজাবেন। ভট্টাচার্য আরও বলেন,ক্যা-র বিরুদ্ধে প্ৰতিবাদ চালালেও ছাত্ৰরা এর পাশাপাশি তাদের পড়াশোনাও চালিয়ে যাবে। ‘প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ‘খেলো ইন্ডিয়া’-র অনুষ্ঠানে এলে তাঁকেও আমাদের প্ৰতিবাদের মুখে পড়তে হবে’। তিনি বলেন, রাজ্যের অর্থনীতি সহ প্ৰতিটি বিষয়ে কথা বলার অধিকার খিলঞ্জিয়া মানুষের রয়েছে’। সমাবেশে বক্তব্য রেখে আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ বলেন,ক্যা-র বিরুদ্ধে রাজ্যের সব শ্ৰেণির মানুষ এগিয়ে এসেছেন। এতে আখেরে সরকারের সমস্ত দমনমূলক ও বিভাজনবাদী নীতিই প্ৰমাণিত হয়েছে। তিনি বলেন,‘ব্যাপক সংখ্যক মানুষের মুখ সহজেই বন্ধ করে দেওয়া যাবে ভেবেই সরকার বিভাজনবাদী নীতি নিয়েছে। কিন্তু রাজ্যের মানুষ সরকারের এহেন নেতিবাচক প্ৰয়াসের বিরুদ্ধে মোক্ষম জবাব দিয়েছেন’।

প্ৰখ্যাত গায়ক মানস রবিন বলেন,‘প্ৰাথমিক পর্যায়ে সরকারের কাছে আবেদন ছিল তারা যেন মানুষের দাবির কথা শোনে। কিন্তু ওই আবেদন এখন ব্যাপক প্ৰতিবাদের রূপ নিয়েছে। সরকার আমাদের লড়াইয়ের জন্য উস্কাচ্ছে’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Namghar Samannay Mancha staged protest against CAA 2019 in Golaghat