সংবাদ শিরোনাম

কোকরাঝাড়ে ছয় বাংলাদেশি গ্ৰেপ্তার

Sentinel Digital Desk

কোকরাঝাড়ঃ কোকরাঝাড় সীমান্ত পুলিশ জেলার গোসাইগাঁও অঞ্চলের বিভিন্ন স্থান থেকে ছয়জন বাংলাদেশি নাগরিককে গ্ৰেপ্তার করেছে। এরা পালিয়ে বেড়াচ্ছিল।

রাজ্য পুলিশের সীমান্ত শাখার একটি সূত্ৰ বলেছে,২০০৬ এবং ২০১১ সালে বিদেশি ট্ৰাইবুনাল ধৃত বাংলাদেশির বিদেশি নাগরিক হিসেবে ঘোষণা করেছিল। এই ছয় জন বিদেশি নাগরিক ওই সময় থেকে পলাতক ছিল। সূত্ৰটি বলেছে,সীমান্ত পুলিশ জেলার বিভিন্ন স্থানে জোর অভি্যান চালিয়ে বিদেশি ঘোষিত এই ছজনকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়।

ধৃত বাংলাদেশি নাগরিকদের মহম্মদ সামাদ ফকির ওরফে সামাদ আলি ফকির,মহম্মদ তাসেন আলি শেখ,প্ৰমোদ দাস,শ্যামলা দাস,মাজিরন বিবি এবং রহিতন বিবি ওরফে ফিরোজ বিবি নামে শনাক্ত করা হয়েছে। এদের কোকরাঝাড় ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ।