সংবাদ শিরোনাম

‘সিন্ডিকেট রাজ’-এর অবসানে অবশেষে জেগে উঠলো দিশপুর

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাজ্যে বিভিন্ন পণ্য সামগ্ৰীর যে সিন্ডিকেট রাজ চলছে,তার সম্ভাব্য অবসান ঘটাতে অবশেষে টনক নড়লো দিশপুরের। সিন্ডিকেট রাজের জন্য সাধারণ মানুষকেই ভুগতে হচ্ছে।

অসম পুলিশ,পরিবহণ, বন এবং অর্থ দপ্তরের(কর)কর্মকর্তারা রবিবার এখানে উচ্চ পর্যায়ের এক বৈঠকে মিলিত হন এই ইস্যু নিয়ে আলোচনার জন্য। রাজ্যে যারা কয়লা,সার,বালি এবং অন্যান্য সামগ্ৰীর সিন্ডিকেট চালাচ্ছে,তাদের শিরদাঁড়া ভেঙে দেওয়ার উদ্দেশ্যে সুসংহত ও সম্মিলিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে পৌরোহিত্য করেন অতিরিক্ত মুখ্যসচিব(গৃহ ও রাজনৈতিক)কুমার সঞ্জয় কৃষ্ণ। উল্লেখ্য কৃষ্ণ মুখ্য সচিবের দায়িত্বেও রয়েছেন। রাজ্যে কয়লা,সার,বালি ও অন্যান্য সামগ্ৰী পরিবহণের ক্ষেত্ৰও সিন্ডিকেটের হাত থাকার অভিযোগ সম্পর্কে কৃষ্ণ বৈঠকে পদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন,এধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করতে পুলিশ,পরিবহণ,বন এবং অর্থ দপ্তরকে অবিলম্বে দ্ৰুত এবং সক্ৰিয় ব্যবস্থা গ্ৰহণে সুসংহত অভি্যান চালানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

অর্থ বিভাগের প্ৰধান সচিব সমীর কুমার সিনহা বৈঠকে উপস্থিত থেকে জেলাগুলোর তরফে সিন্ডিকেটের কাজকর্ম সম্পর্কে রিপোর্টিঙের একটা অভিন্ন ফরম্যাট প্ৰস্তুত করার সুপারিশ করেন। তিনি বলেন,জেলাগুলির এধরনের রিপোর্ট নিয়মিতভাবে তদারক করবে রাজ্য পর্যায়ের একটা সর্বোচ্চ মনিটরিং কমিটি।

বৈঠকে ইস্যুটি নিয়ে অনুপুঙ্খ আলোচনার পর রাজ্যে সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলতে কতকগুলি পদক্ষেপ গ্ৰহণের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পুলিশ বিভাগ,পরিবহণ,বন এবং ফাইনেন্স(কর)বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি ফ্লাইং স্কোয়াড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। যারা কয়লা,বালি,সার ও অন্যান্য সামগ্ৰীর সিন্ডিকেট চালাচ্ছে তাদের লাগাম পরাতে এই সব সামগ্ৰী পরিবাহী ট্ৰাক বা গাড়িগুলিতে ঘন ঘন তল্লাশি চালাবে এই ফ্লাইং স্কোয়াড। বিশেষ করে তিনসুকিয়া,শিবসাগর ও চরাইদেউ জেলায় এধরনের ফ্লাইং স্কোয়াড গঠন করা হবে। জেলাশাসকরা ফ্লাইং স্কোয়াডের দৈনন্দিন রিপোর্ট দিশপুরে গৃহ ও রাজনৈতিক বিভাগকে দাখিল করবেন।

আন্তঃরাজ্য সীমান্ত দিয়ে এই সব সামগ্ৰী অবৈধভাবে পরিবহণে বাধা দিতে মুখ্যসচিবরা পড়শি রাজ্যগুলির মুখ্যসচিবদের সঙ্গে যোগাযোগ রেখে চলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।