সংবাদ শিরোনাম

এনআরসি-র প্ৰকাশ ঘিরে ১৪টি স্পর্শকাতর জেলায় জোরদার নিরাপত্তা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাজ্যে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)প্ৰকাশের জন্য হাতে মাত্ৰ একটা দিন। চূড়ান্ত এনআরসি প্ৰকাশকে ঘিরে রাজ্য সরকার রাজ্যের স্পর্শকাতর ১৪টি জেলায় ঘন ঘন পুলিশি টহলদারির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তুলেছে। গুয়াহাটির ভঙাগড় স্থিত এনআরসির সদর কার্যালয়,জেলাশাসক,এসডিও(সিভিল)ও রাজস্ব বিভাগের সমস্ত কার্যালয় এবং ২৫০০টি সেবা কেন্দ্ৰে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করে তোলা হয়েছে।

এদিকে অসম পুলিশ এবং সিএপিএফ(কেন্দ্ৰীয় সশস্ত্ৰ পুলিশ বাহিনী)রাজ্যের সব জেলাগুলোতে মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই। রাজ্যের স্পর্শকাতর ১৪টি জেলায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে যে কোনও ধরনের অপ্ৰীতিকর পরিস্থিতি সামাল দিতে। ২০১৮ সালের ৩০ জুলাই প্ৰকাশিত এনআরসি-র সম্পূর্ণ খসড়ায় এই ১৪টি জেলায় তুলনামূলকভাবে কম সংখ্যক মানুষের নাম উঠেছিল বলে রিপোর্ট রয়েছে।

গৃহ ও রাজনৈতিক বিভাগের একজন বরিষ্ঠ কর্মকর্তা দ্য সেন্টিনেলকে বলেছেন,সরকারের নিরাপত্তা পরিকল্পনা অনু্যায়ী,প্ৰয়োজনীয় নির্দেশিকা ইতিমধ্যেই দিয়ে রাখা হয়েছে। অসম পুলিশ এবং কেন্দ্ৰীয় সশস্ত্ৰ পুলিশ বাহিনীকে(সিএপিএফ)ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা গেছে। প্ৰতিরোধমূলক ব্যবস্থা গ্ৰহণের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ‘আমরা আশা করছি চূড়ান্ত এনআরসি প্ৰকাশের পর রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশই বিরাজ করবে’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Heavy Rain and Man Made Flash Floods cause travel chaos across Guwahati City