গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী আইনের(ক্যা)বিরুদ্ধে গুয়াহাটির খানাপাড়াস্থিত ভেটেরিনারি খেলার মাঠে শনিবার কংগ্ৰেসের তরফে এক প্ৰতিবাদ সভার আয়োজন করা হয়। কংগ্ৰেস নেতা রাহুল গান্ধী সমাবেশে ভাষণ দিতে গিয়ে বলেন,আমরা কখনোই বিজেপি ও আরএসএসকে অসমের সংস্কৃতি ধ্বংস করতে দেবো না। ঘটনাক্ৰমে কংগ্ৰেসের ১৩৫তম প্ৰতিষ্ঠা বার্ষিকীর দিনই খানাপাড়ায় এই সমাবেশের আয়োজন করা হয়।
সভায় অসম সম্পর্কে তাঁর অভিজ্ঞতা এবং রাজ্যের মানুষ ও সংস্কৃতির প্ৰতি তিনি কীভাবে প্ৰভাবিত হয়েছেন সেকথাও খুলে বলেন গান্ধী। ১৯৮৫ সালে স্বাক্ষরিত অসম চুক্তির গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন,রাজ্যে শান্তি-শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার স্বার্থে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসম চুক্তির বয়ান টেনে গান্ধী বলেন,১৯৭১-এর ২৪ মার্চের পর যে সব বিদেশি রাজ্যে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া উচিত হবে না তা তারা যে কোনও ভাষা বা ধর্মেরই হোন না কেন। দীর্ঘ অসম আন্দোলনের ফলশ্ৰুতিতেই স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি। অনুপ্ৰবেশ মুক্ত অসম গড়ার লক্ষ্যেই ওই অসম আন্দোলন হয়েছিল। কেন্দ্ৰ ও রাজ্য কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তিতে সব বিদেশিদের শনাক্ত করে বহিষ্কার করার কথাই উল্লেখ করা হয়েছিল-বলেন রাহুল।
গান্ধী বলেন,মোদি সরকার অসমের মানুষের কথা কানেই তুলছে না। তিনি বলেন,ভ্ৰাতৃত্ববোধ ও সহযোগিতার মধ্যেই নিহিত রয়েছে অসমের শক্তি। ভারত এবং এরাজ্যের বেকার সমস্যার কথাও তোলেন তিনি। দেশের অর্থনীতি তলানি গিয়ে ঠেকেছে। মোদি সরকার কর্পোরেট সেক্টরকেই তোল্লা দিচ্ছে বলে কংগ্ৰেস নেতা অভিযোগ করেন। এর আগে গামোছা,ফুলেরতোড়া,শাল এবং অসমের শৌর্যের প্ৰতীক একটি কাঠের গন্ডার উপহার দিয়ে তাঁকে সম্মান জানানো হয়। রাজ্যের কংগ্ৰেস সাংসদ গৌরব গগৈ এবং প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈও মঞ্চে উপস্থিত ছিলেন।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ক্যা বিরোধী আন্দোলনে হিংসার জন্য কংগ্ৰেস,মাওবাদীদের দুষলেন সর্বানন্দ
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Cotton University Students take out postering campaign as a gesture of protest against CAA 2019