সংবাদ শিরোনাম

রাজ্যে মাদ্ৰাসা এবং সংস্কৃত টোল আমরা বন্ধ করতে যাচ্ছিঃ হিমন্ত

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাজ্যের শতাধিক মাদ্ৰাসা,হাইমাদ্ৰাসা এবং সংস্কৃত টোল বন্ধ হবার পথে যেহেতু রাজ্য সরকার মনে করে না সরকারি পৃষ্ঠপোষকতায় রাজকোষের টাকা ঢেলে ধর্মীয় পাঠ দেওয়া উচিত হবে। বুধবার এখানে সাংবাদিকদের কাছে একথা ব্যক্ত করে রাজ্যের শিক্ষামন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বলেন,‘মাদ্ৰাসা,হাইমাদ্ৰাসা এবং সংস্কৃত টোলগুলি সরকারি তহবিলে চলছে। তাই আমরা মনে করি সরকারি টাকায় ধর্মীয় পাঠদান করা উচিত হবে না। ধর্মীয় বিষয়ে এধরনের শিক্ষাদান যদি চালিয়ে যেতে হয়,তাহলে অন্যান্য ধর্মের পাঠও আমাদের শেখানোর ব্যবস্থা করতে হয়। সেইহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি এধরনের শিক্ষা প্ৰতিষ্ঠানগুলি বন্ধ করে দিয়ে সেগুলিকে সাধারণ হাইস্কুলে উন্নীত করাই সমুচিত হবে’।

মাদ্ৰাসা ও সংস্কৃত টোল বন্ধ হলে সেগুলির শিক্ষকদের ভবিষ্যৎ কী হবে সে সম্পর্কে শিক্ষামন্ত্ৰী শর্মা বলেন,‘আমরা ওই সমস্ত শিক্ষকদের স্বেচ্ছায় অবসরে যেতে বলবো। অবসরগ্ৰহণের সময় পর্যন্ত এই সমস্ত শিক্ষকরা বাড়িতে বসেই প্ৰতি মাসের বেতন পেয়ে যাবেন। তবে কিছু শিক্ষককে বর্তমানে থাকা হাইস্কুলের কাজে লাগানো হতে পারে। আগামি তিন,চার মাসের মধ্যেই আমরা এই ব্যবস্থা কার্যকরী করতে চাইছি’।

তিনি বলেন,রাষ্ট্ৰের তহবিলে আরবি ভাষা বা ধর্মগ্ৰন্থ শেখানো সরকারের কাজ নয়। মন্ত্ৰী এটা পরিষ্কার জানিয়ে দিয়ে বলেন,ধর্মগ্ৰন্থ শেখানোর এজাতীয় প্ৰতিষ্ঠানগুলি যদি বেসরকারি তহবিলে চলে তাতে অবশ্য সরকারের করণীয় কিছুই নেই। রাজ্যে সরকারি পুঁজিতে ৬৪০ টি মাদ্ৰাসা,হাইমাদ্ৰাসা এবং অসম সংস্কৃত বোর্ডের স্বীকৃত ১০০ টি সংস্কৃত টোল রাজ্যে চলছে। এরমধ্যে ৯৭টি সংস্কৃত টোল চালানো হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায়।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Samarpan Divas was observed at BJP State Office on Tuesday