সংবাদ শিরোনাম

অরুণাচলে ভারি বৃষ্টিপাতে অসমের বন্যা পরিস্থিতি খারাপের দিকে মোড় নিয়েছে

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ অরুণাচল প্ৰদেশ এবং উজান অসমে প্ৰচণ্ড বৃষ্টিপাতের দরুন অসমের বন্যা পরিস্থিতি খারাপের দিকে মোড় নিয়েছে। বিভিন্ন স্থানে ব্ৰহ্মপুত্ৰের জলপৃষ্ঠ বিপদ সীমার ওপর দিয়ে বয়ে চলেছে। এনএফ রেল নদীর উত্তর পাড় দিয়ে চলাচলকারী বিভিন্ন ট্ৰেন স্বল্পসময়ের জন্য আটকে রেখেছে এবং কিছু ট্ৰেন পুরোপুরি বাতিল করা হয়েছে। অরুণাচল প্ৰদেশে ভারি বৃষ্টির জন্য পাশিঘাট এবং অন্যান্য স্থানে শিয়াং নদীর জল বিপদ সঙ্কেতের ওপর দিয়ে বইছে।

অসম দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে শুক্ৰবার জারি করা এক ফ্লাড বুলেটিনে বলা হয়েছে,ডিব্ৰুগড়,যোরহাটের নিমাতিঘাট এবং শোণিতপুর জেলার তেজপুরে ব্ৰহ্মপুত্ৰ বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় গোলাঘাট জেলায় ধনশিরি,শোণিতপুরে জিয়া ভরলি এবং কামরূপের পুঠিমারি নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। চলতি দফার বন্যায় ধেমাজি,লখিমপুর,বরপেটা,চিরাং,মাজুলি এবং ডিব্ৰুগড় জেলার ব্যাপক ক্ষতি হয়েছে। এই ছয় জেলার প্ৰায় ১ লাখ মানুষ বন্যার কবলে পড়েছেন। ৮,৮৯৫.৬১ হেক্টর কৃষিভূমি ডুবে গেছে। ছয় জেলার ১৩টি রাজস্ব সার্কল এবং ২৬৪টি গ্ৰাম ভাসছে বন্যার জলে।