সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)অসম চুক্তির ছয় নং দফা রূপায়ণে কেন্দ্ৰের ওপর চাপ সৃষ্টির জন্য রাজ্য সরকারকে তাদের সদিচ্ছা কাজে লাগানোর দাবি জানিয়েছে। শর্তটি রূপায়ণে দিল্লি,দিশপুর যে ঢিলেমি করছে তাতে অসন্তোষ প্ৰকাশ করেছে আসু। শর্তের বিভিন্ন দিক খতিয়ে দেখার জন্য আসু কমিটি গঠনে জরুরি পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে। শর্ত রূপায়ণে আজ অবধি ঠোস পদক্ষেপ নেওয়া হয়নি। আসু নেতা লুরিন জ্যোতি গগৈ বলেন,গুরুত্ত্বপূর্ণ শর্তটি রূপায়ণে দিল্লি,দিশপুর ৯ সদস্যের কমিটি গঠনে সঠিক পদক্ষেপ না নেওয়াটা দুর্ভাগ্যজনক। শর্তটি অসমের স্থানীয় মানুষের ভাষা,সংস্কৃতি ও জমির রক্ষাকবচস্বরূপ।