সংবাদ শিরোনাম

অসম বিধানসভার নতুন উপাধ্যক্ষ নির্বাচিত কৃপানাথ মালা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাতাবাড়ির বিজেপি বিধায়ক কৃপানাথ মালা বুধবার বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় অসম বিধানসভার নতুন উপাধ্যক্ষ নির্বাচিত হন। বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্ৰনাথ গোস্বামী একথা ঘোষণা করেন। বিজেপি বিধায়ক দিলীপ পাল বেশ কিছুদিন আগে উপাধ্যক্ষ পদে ইস্তফা দেওয়ায় ওই পদটি ফাঁকা হয়েছিল।