সংবাদ শিরোনাম

অসমিয়াদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্ৰে রিজিজুর বিবৃতিতে বিপজ্জনকঃ আসু

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ ২০১৪ সাল পর্যন্ত যে সব বাংলাদেশি হিন্দু ভারতে এসেছেন তাদের অবৈধ অনুপ্ৰবেশকারী হিসেবে বিবেচনা করা যায় না বলে স্বরাষ্ট্ৰ প্ৰতিমন্ত্ৰী কিরেন রিজিজু ২৫ জুলাই রাজ্যসভায় যে বিবৃতি দিয়েছেন সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)বৃহস্পতিবার তার নিন্দা করেছে।

বিদেশি বিতাড়নে ৬ বছর আন্দোলনে চালিয়ে আসা আসু রিজিজুর ওই বিবৃতিকে বিপজ্জনক ষড়যন্ত্ৰ বলে অভিহিত করেছে। আসু বলেছে,নিজের মাটিতেই স্থানীয়দের সংখ্যালঘু করার চক্ৰান্ত এটা।

আসুর সভাপতি দীপাঙ্ক কুমার নাথ বলেন,৭১-এর ২৪ মার্চের পরে আসা একজনও অবৈধ বাংলাদেশির বোঝা অসম নেবে না। বাংলাদেশ থেকে ঢালাও অনুপ্ৰবেশে রাজ্যের স্থানীয় মানুষের অস্তিত্বও টিকে থাকার ক্ষেত্ৰে হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর অনুপ্ৰবেশ হলে,রাজ্যের সংস্কৃতি,ভাষা এবং অসমিয়াদের অস্তিত্ব বিপন্ন হবে।