সংবাদ শিরোনাম

অসমের ডিটেনশন ক্যাম্পে বন্দিদের বিস্তারিত তথ্য কেন্দ্ৰের কাছে চাইল সুপ্ৰিমকোর্ট

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ অসমের ডিটেনশন ক্যাম্পগুলিতে বন্দি থাকা লোকেদের বিস্তারিত তথ্য জানিয়ে তিন সপ্তাহের মধ্যে একটি হলফনামা পেশ করতে সোমবার কেন্দ্ৰীয় সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্ৰিমকোর্ট। রাজ্যে কতটি ডিটেনশন ক্যাম্প রয়েছে এবং ওই সব ক্যাম্পে বন্দির সংখ্যা কত তার বিস্তারিত তথ্য চেয়েছে শীর্ষ আদালত।

সুপ্ৰিমকোর্টের প্ৰধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জীব খান্নাকে নিয়ে গঠিত দুই সদস্যের ডিভিশন বেঞ্চ ডিটেনশন ক্যাম্পের বিরুদ্ধে বিশিষ্ট মানবাধিকার কর্মী হর্ষ মান্দারের দাখিল করা এক আবেদনের শুনানি গ্ৰহণ করে কেন্দ্ৰীয় সরকারকে ওই নির্দেশ দেয়। এই সব ক্যাম্পে কবে থেকে বন্দিরা রয়েছে বেঞ্চ তারও বিস্তারিত তথ্য কেন্দ্ৰকে জানাতে বলেছে।

ক্যাম্পে থাকা বন্দিদের সঠিক হিসেব এবং সেইসঙ্গে এই সব বন্দিদের বিদেশি ঘোষণা করা হয়েছে না তাদের বিরুদ্ধে ট্ৰাইব্যুনালে মামলা চলছে কেন্দ্ৰকে তা জানাতে বলেছে আদালত।

গত এক দশকে ট্ৰাইবুনাল কতজনকে বিদেশি ঘোষণা করেছে তার বছর ভিত্তিক পরিসংখ্যান দেওয়ারও নির্দেশ দিয়েছে বেঞ্চ। এর পাশাপাশি ঘোষিত বিদেশিদের মধ্যে কতজনকে ফেরত পাঠানো হয়েছে তার তথ্যও চেয়েছে শীর্ষ আদালত। এব্যাপারে বেঞ্চ ১৯ ফেব্ৰুয়ারির মধ্যে জবাব দিতে নির্দেশনা জারি করেছে কেন্দ্ৰের উদ্দেশে। গত এক দশকে কি পরিমাণ মানুষ অবৈধভাবে ভারতে প্ৰবেশ করেছে ও তাদের কতজনকে বিদেশি ঘোষণা করা হয়েছে এবং কতজনকেই বা বহিষ্কার করা হয়েছে তার তথ্য জানাতে কোর্ট সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দিয়েছে।