অবিশ্ৰান্ত বৃষ্টি ও বিদ্যুৎ প্ৰকল্প থেকে বাড়তি জল ছাড়ার ফলে অসমে বন্যা পরিস্থিতি শোচনীয় আকার ধারণ করে। দ্বিতীয় দফার বন্যায় প্ৰায় ৯০ হাজার মানুষ গৃহহারা এবং অসহায় হয়ে পড়েছেন। ছয় জেলা ধেমাজি,লখিমপুর,দরং,গোলাঘাট,শিবসাগর ও চরাইদেউ বন্যায় ক্ষতিগ্ৰস্ত হয়েছে।
অসম দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের রেকর্ড অনুযায়ী ১৩ জুন শুরু হওয়া প্ৰথম দফার বন্যা থেকে এপর্যন্ত ১০.৯৯ লক্ষ মানুষ ক্ষতিগ্ৰস্ত হয়েছেন। এপর্যন্ত বন্যার জলে পড়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের। ভূমিস্খলনে প্ৰাণ হারিয়েছেন আরও ৩ জন।