সংবাদ শিরোনাম

অ্যান্টি স্যাটেলাইট মিসাইল উৎক্ষেপণে সাফল্য,মহাকাশ গবেষণায় সুপার পাওয়ারের তালিকায় ভারতঃ মোদি

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ পুরোপুরি দেশীয় প্ৰযুক্তিতে তৈরি অ্যান্টি সেটেলাইট(এস্যাট)মিসাইল মাত্ৰ তিন মিনিটে মহাকাশের কক্ষপথে ঘুরতে থাকা একটি স্যাটেলাইটকে ধ্বংস করলো বুধবার। সেইসঙ্গে মহাকাশ গবেষণায় অভিজাত গ্ৰুপের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলো ভারত। বুধবার জাতির উদ্দেশে টেলিভিশন চ্যানেলে দেওয়া ভাষণে মহাকাশ গবেষণার ক্ষেত্ৰে ভারতের এই অসামান্য সাফল্যের কথা দৃপ্তকণ্ঠে জানালেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। প্ৰধানমন্ত্ৰী ঘোষণা করলেন,অ্যাণ্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্ৰ সফলভাবে উৎক্ষেপণ করে মহাকাশ গবেষণায় সুপার পাওয়ার-এর তালিকায় নাম লেখালো ভারত। ‘তাই আজকের দিনটি ভারতের কাছে একটা ঐতিহাসিক দিন। সারা ভারতবাসীর কাছে গর্বের দিন। মহাকাশ গবেষণায় বিশ্বের শক্তিধর রাষ্ট্ৰগুলির সঙ্গে একাসনে বসার যোগ্যতা অর্জন করলো ভারত’। তিনি বলেন,মিশন শক্তির আওতায় মহাকাশের কক্ষপথে লো আর্থ অরবিট থেকে ৩০০ কিলোমিটার দূরে ঘূর্ণায়মান কৃত্ৰিম উপগ্ৰহকে ধ্বংস করে মহাকাশ গবেষণায় সাফল্যের মুকুটে এক নতুন পালক সংযোগ করল ভারত। সম্পূর্ণ দেশীয় প্ৰযুক্তিতে তৈরি অ্যাণ্টি স্যাটেলাইট মিসাইল যথাসময়ে তার অভীষ্ট লক্ষ্যে আঘাত হেনে ভারতীয় মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা করলো’-বলেন মোদি। জাতীয় টেলিভিশনে এবিষয়ে বক্তব্য রেখে প্ৰধানমন্ত্ৰী সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এপর্যন্ত বিশ্বে মহাকাশ গবেষণায় এই দক্ষতা অর্জনে সক্ষম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্ৰ,রাশিয়া ও চিন। এখন ভারতও ওই এলিট গ্ৰুপে নাম অন্তর্ভুক্ত করতে সফল হলো-বলেন তিনি। মিশন শক্তি ভারতের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করলো। প্ৰযুক্তিগত ও কারিগরি দিক থেকে অত্যন্ত জটিল এই পরীক্ষা দেশের সুরক্ষা,প্ৰযুক্তি দক্ষতা ও অর্থনৈতিক বিকাশে বিশেষ সহায়ক হবে বলে জানান মোদি।

বুধবার সকালে ওড়িশার সমুদ্ৰতটে এপিজে আব্দুল কালাম লঞ্চ চত্বর থেকে উৎক্ষেপণ করা হয় এই অ্যাণ্টি স্যাটেলাইট মিসাইল। ডিফেন্স রিসার্স অ্যান্ড ডেভেলপমেণ্ট অর্গানাইজেশন(ডিআরডিও)-এর বিজ্ঞানীরা পুরো প্ৰকল্পটি প্ৰস্তুত ও উৎক্ষেপণ অভি্যানে তদারকি করেন। মোদি ডিআরডিও-র বিজ্ঞানীদের প্ৰতি ধন্যবাদ জানান। আন্তর্জাতিক সম্প্ৰদায়কে আশ্বস্ত করে প্ৰধানমন্ত্ৰী বলেন,আমরা মহাকাশ গবেষণায় যে দক্ষতা অর্জন করেছি তা কারো বিরুদ্ধে প্ৰয়োগ করা হয়নি এবং হবেও না। শুধুমাত্ৰ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এবং মহাকাশ গবেষণা ও প্ৰতিরক্ষা ক্ষেত্ৰে শক্তি বৃদ্ধির জন্যই অ্যাণ্টি স্যাটেলাইট মিসাইলটি উৎক্ষেপণ করা হয়েছে। এব্যাপারে ভারত কোনও আন্তর্জাতিক নিয়ম নীতি লঙ্ঘন করেনি-দাবি করেন প্ৰধানমন্ত্ৰী।