সংবাদ শিরোনাম

উত্তর পুবে আয়কর সংগ্ৰহের পরিমাণ বেড়েছে ১৮ শতাংশঃ কেন্দ্ৰ

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ আয়কর বিভাগ ২০১৭-১৮ সালে উত্তর পূর্বাঞ্চলে ৭০৯৭ কোটি টাকার প্ৰত্যক্ষ কর সংগ্ৰহ করেছে। গত আর্থিক বছরের তুলনায় কর সংগ্ৰহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৮ শতাংশ। কেন্দ্ৰীয় অর্থ দপ্তরের প্ৰতিমন্ত্ৰী শিবপ্ৰতাপ শুক্লা রবিবার এখানে সাংবাদিকদের একথা জানান।