সংবাদ শিরোনাম

উস্কানিমূলক বিবৃতি দেওয়া বন্ধ করতে মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের নির্দেশ

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল শুক্ৰবার উস্কানিমূলক বক্তব্য রাখায় প্ৰচার মাধ্যম,সোসাল মিডিয়া ও একাংশ জনপ্ৰতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণের হুঁশিয়ারি দিয়েছেন। এধরনের প্ৰরোচনামূলক বিবৃতির জন্য ধলা-শদিয়ায় বৃহস্পতিবারের ওই হত্যাকাণ্ড ঘটেছে। মুখ্যমন্ত্ৰী উস্কানিমূলক বিবৃতি দেওয়া বন্ধ করতে সব সংগঠন,প্ৰতিষ্ঠান ও জনগণের প্ৰতি আহ্বান জানিয়েছেন। ‘বরাক,ব্ৰহ্মপুত্ৰ,পাহাড়,সমতল সবাইকে নিয়ে অসম সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। কিন্তু এরই মধ্যে কিছু সমাজবিরোধী শক্তি মানুষের মধ্যে সম্প্ৰীতি ক্ষুণ্ণ করতে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে,যাতে রাজ্যে উন্নতির পথ রুদ্ধ হয়ে পড়ে’-বলেন সোনোয়াল।

মুখ্যমন্ত্ৰী বলেন, এধরনের ঘটনায় সরকার কখনোই নীরব দর্শক হয়ে বসে থাকবে না। যুগ যুগ ধরে চলে আসা ভ্ৰাতৃত্বের বন্ধন ছিন্ন করতে যে সব অশুভ শক্তি উঠে পড়ে লেগেছে সরকার তাদের রেয়াত করবে না। মুখ্যমন্ত্ৰী বলেন,ডিজিপি,এডিজিপি এবং অন্যান্য বরিষ্ঠ পুলিশ আধিকারিকরা পরিস্থিতির মোকাবিলায় বর্তমানে তিনসুকিয়া জেলায় অবস্থান করছেন। হত্যাকাণ্ডের পর যারা উত্তপ্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে তাদের গ্ৰেপ্তার করা হবে। সোনোয়াল বলেন,হত্যাকাণ্ডে জড়িতরা পার পাবে না এবং দুষ্কৃতীদের কঠিনতম শাস্তি দেওয়া হবে।