‘দিশপুর যদি রাজ্যের রুগন শিল্পগুলি বাঁচাতে না পারে তাহলে ঘটা করে অ্যাডভান্টেজ অসম আয়োজনের কি প্ৰয়োজন ছিল-আমরা তা বুঝে উঠতে পারছি না’। এই অভিমত আসুর। নির্বাচনী প্ৰচারকালে মোদি এইচপিসি ও অশোক কাগজ কল পুনরুজ্জীবিত করার কথা দিয়েছিলেন। অথচ এই সরকার এখন এইচপিসিকে ঋণগ্ৰস্ত ও দেউলিয়া ঘোষণা করতে চাইছে। আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বলেন,আমরা কলগুলি বন্ধ হতে দেব না। কল খোলা নিয়ে প্ৰধানমন্ত্ৰীকে সময় বেঁধে দেওয়ার আর্জি জানাবে আসু-বলেন তিনি।