সংবাদ শিরোনাম

এক টাকা কিলো দরে চাল,অন্ন যোজনার সূচনা করলেন মুখ্যমন্ত্ৰী

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল রাজ্যের দুই কোটি মানুষকে এক টাকা কিলো দরে চাল দেওয়ার উদ্দেশ্যে অ্যাফর্ডেবল নিউট্ৰিশন অ্যান্ড নারিশমেণ্ট অ্যাসিস্টেন্স ‘অন্ন’ যোজনা চালু করলেন বৃহস্পতিবার।

অন্ন যোজনা স্কিমের অধীনে বাগান শ্ৰমিকদের বিনামূল্যে চাল দেওয়ার ব্যবস্থা করছে সরকার। তাছাড়া বাগানের বাইরের সুবিধাভোগী গরিব মানুষ জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের(এনএফএসএ)অধীনে প্ৰতি কেজি ১ টাকা দরে চাল পাবেন। এনএফএসএ-র সুবিধাভোগীরা এতদিন ৩ টাকা কেজি দরে চাল কিনছিলেন। চাল বাবদ বাকি টাকা এখন কেন্দ্ৰ বহন করবে। এনএফএসএ-র অধীনে অসমে সুবিধাভোগীর সংখ্যা হচ্ছে ২.৪৮ কোটি। এই সব সুবিধাভোগীর জন্য প্ৰতি মাসে রাজ্যের প্ৰয়োজন হবে ১.৩৫ লক্ষ টন চালের।

সমাজের গরিব ও পিছিয়ে থাকা মানুষ যাতে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারেন অন্ন যোজনার মূল উদ্দেশ্য সেটাই। প্ৰধানমন্ত্ৰী সমাজের সব স্তরের মানুষের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই ‘সব কা সাথ সব কা বিকাশ’ কর্মসূচি হাতে নিয়েছেন যাতে প্ৰত্যেকেই মাথা তুলে দাঁড়ানোর সমান সু্যোগ পান। অন্ন যোজনাও রাজ্যের গরিব মানুষের সম উন্নয়নের লক্ষ্যেই গ্ৰহণ করা হয়েছে-বলেন মুখ্যমন্ত্ৰী। জিএমসিএইচ-এর অডিটরিয়ামে বৃহস্পতিবার এই প্ৰকল্পের সূচনা করেন সোনোয়াল। ‘রাজনৈতিক ফায়দা তুলতে কিংবা সংকীর্ণ চিন্তাভাবনা নিয়ে আমরা এই প্ৰকল্পের সূচনা করিনি। আমাদের সরকার রাজ্যের মাটি,সংস্কৃতি এবং ভাষা সংরক্ষণে প্ৰতিশ্ৰুতিবদ্ধ। তাই সরকারের এই আন্তরিকতা সম্পর্কে কারো কোনও সন্দেহ থাকা উচিত নয়’-বলেন মুখ্যমন্ত্ৰী।

অনুষ্ঠানে অর্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মা বলেন,৫৭ লক্ষ পরিবার এবং দুই কোটি মানুষ অন্ন যোজনায় ভরতুকি মূল্যে ১ টাকা কেজি দরে চাল পাবেন। কেউ যদি সুবিধাভোগীদের কাছে চালের দাম ১ টাকার বেশি নিতে চায়,তাহলে সরকারের হেলপ লাইনে ফোন করতে আহ্বান জানান শর্মা।