শিলচরঃ জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)চূড়ান্ত খসড়া প্ৰকাশের প্ৰস্তাব ঘিরে রাজ্যে একাংশ মানুষের মধ্যে যে আতঙ্ক দানা বেঁধেছে,তা মন থেকে মুছে ফেলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। তিনি বলেন,রাজ্যে বসবাসকারী প্ৰতিটি মানুষের নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করতে সরকার বাধ্য। মঙ্গলবার করিমগঞ্জ জেলায় মহিলাদের এক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন তিনি। আর্থিক ক্ষেত্ৰে জেলার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে কনকলতা মহিলা সবলীকরণ প্ৰকল্পের অধীনে এই সম্মেলন আয়োজন করা হয়। বলেন,মহিলা সবলীকরণে সরকার প্ৰতিশ্ৰুতিবদ্ধ। রাজ্যের সর্বাঙ্গীণ বিকাশে বরাক-ব্ৰহ্মপুত্ৰ উপত্যকার মানুষকে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সরকারের দেওয়া তহবিলের যথাযথ ব্যবহার করতে স্বনির্ভর গোষ্ঠীর প্ৰতিনিধিদের অনুরোধ জানান মুখ্যমন্ত্ৰী। অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা দৃঢ়তার সঙ্গে বলেন,এনআরসি থেকে কোনও ভারতীয়র বাদ পড়বে না।