সংবাদ শিরোনাম

এনআরসিঃ এসওপি সম্পর্কে সুপ্ৰিমকোর্টে মতামত দাখিল করল এপিডব্লিউ

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ জাতীয় নাগরিক পঞ্জিতে(এনআরসি)নাম অন্তর্ভুক্তির ব্যাপারে স্ট্যান্ডার্ড অপারেটিং প্ৰসিডিউড-এর(এসওপি)অংশ হিসেবে দাবি ও ওজর আপত্তির ওপর অংশীদারদের মতামত নিয়ে সুপ্ৰিমকোর্ট ২৮ আগস্ট শুনানির দিন ধার্য করছে। এব্যাপারে আসাম পাবলিক ওয়র্কস(এপিডব্লিউ)শুক্ৰবার শীর্ষ আদালতে তাদের মতামত দাখিল করেছে। জাতীয় নাগরিক পঞ্জি সম্পর্কিত মামলায় এপিডব্লিউ হচ্ছে প্ৰধান আবেদনকারী।

এপিডব্লিউ-র প্ৰধান অভিজিৎ শর্মা সেন্টিনেলকে বলেন,বাংলাদেশি মুক্ত এনআরসি প্ৰস্তুতকরণে সুপ্ৰিমকোর্টের ২৮ আগস্টের শুনানি খুবই গুরুত্বপূর্ণ। ‘এসওপি-র অংশ হিসেবে দাবি ও ওজর আপত্তি সম্পর্কে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি ও মতামত শীর্ষ আদালতে পেশ করেছি’। অসম সরকারের সঙ্গে পরামর্শ করে স্বরাষ্ট্ৰ মন্ত্ৰক(এমএইচএ),রেজিস্ট্ৰার জেনারেল অফ ইন্ডিয়া এবং এনআরসি-র রাজ্য সমন্বয়ক এবিষয়ে শীর্ষ আদালতে তাদের মতামত দাখিল করেছেন। সুপ্ৰিমকোর্ট এনআরসি নিয়ে তাদের পূর্বের শুনানিকালে ওজর আপত্তির নিষ্পত্তিকল্পে অংশীদারদের ২৫ আগস্টের মধ্যে মতামত দাখিল করতে বলেছিল। শীর্ষ আদালত আট অংশীদারকে চিহ্নিত করেছে। মুখ্য আবেদনকারী এপিডব্লিউ ছাড়াও আরও চারটি অংশীদার হলো অসম সম্মিলিত মহাসংঘ,ন্যাশনাল ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট অফ বোড়োল্যান্ড(প্ৰগতিশীল),ইন্ডিজেনাস ট্ৰাইবেল পিপলস ফেডারেশন এবং নিখিল অসম ভোজপুরী পরিষদ। বাঙালি শরণার্থীদের যৌথ কার্যকরী কমিটিও আবেদনকারীর তালিকায় রয়েছে। কোর্ট আর দুই অংশীদারকে চিহ্নিত করেছে। এরা হলো নিখিল অসম সংখ্যালঘু ছাত্ৰ সংস্থা(আমসু)এবং জমিয়ত-উলেমা-ই-হিন্দ।

এদিকে ওজর আপত্তি দাখিলের জন্য রাজ্যের বিভিন্ন এনআরসি সেবাকেন্দ্ৰে ফর্ম বিলি শুরু হয়েছে। সেবাকেন্দ্ৰগুলি ৩০ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ফর্মগুলি গ্ৰহণ করবে।