সংবাদ শিরোনাম

এনআরসিঃ প্ৰকৃত ভারতীয়দের নাম তুলতে সাহায্য করবে বিভিন্ন দল

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ সব রাজনৈতিক দল জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)সম্পূর্ণ খসড়া প্ৰকাশকে স্বাগত জানালেও তালিকা থেকে ৪০ লক্ষাধিক লোকের নাম বাদ পড়ায় উদ্বেগও প্ৰকাশ করেছে। এব্যাপারে প্ৰকৃত ভারতীয় নাগরিকদের সাহায্য করতে দলগুলি আইনি সেল খোলার সিদ্ধান্ত নিয়েছে।

সমস্ত এনআরসি কর্মীদের ঐকান্তিক সহযোগিতা ও সুপ্ৰিমকোর্টের তদারকিতে সোনোয়াল নেতৃত্বাধীন সরকার এনআরসি প্ৰকাশের কঠিন কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে সক্ষম হয়েছে-বলেন বিজেপি রাজ্য সভাপতি রঞ্জিৎ কুমার দাস। খসড়ায় নাম ছুটদের শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,দাবি ওজর আপত্তি জানানোর পর্যাপ্ত সুযোগ রয়েছে। নাম ছুট প্ৰকৃত ভারতীয়দের সাহায্যে এগিয়ে আসতে তিনি দলীয় কর্মীদের আহ্বান জানান।

অগপ সভাপতি অতুল বরা বলেন,এনআরসি নবায়নের এই প্ৰক্ৰিয়া ভারতীয় নাগরিকদের জন্য একটা নিরাপদ পরিবেশ সৃষ্টি করবে। খসড়া বিদেশি নাগরিকের বিরুদ্ধে অসম আন্দোলনে বৈধতাকেই প্ৰতিপন্ন করল।