নয়াদিল্লিঃ জাতীয় নাগরিক পঞ্জির ক্ষেত্ৰে(এনআরসি)দাবি ও ওজর আপত্তি দাখিল ও নিষ্পত্তির জন্য পন্থাপদ্ধতি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্ৰক্ৰিয়া(এসওপি)সম্পর্কে সুপ্ৰিমকোর্ট বৃহস্পতিবার আসু,আসাম পাবলিক ওয়র্ক(এপিডব্লিউ),আমসু ও জমিয়ত উলেমা-ই-হিন্দ সহ সব অংশীদারদের মতামত চেয়েছে।
বিচারপতি রঞ্জন গগৈ,নবীন সিনহা ও কেএম যোসেফকে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ একইসঙ্গে রাজ্য এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলাকে ৩০ জুলাইয়ে প্ৰকাশিত এনআরসি-র সম্পূর্ণ খসড়া থেকে বাদ পড়া লোকেদের জেলা ওয়াড়ি শতাংশের তথ্য বন্ধ খামে সর্বোচ্চ আদালতে পেশ করতে বলেছে। শীর্ষ আদালত এব্যাপারে কোনও রাজনৈতিক দলের মতামত না চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ‘রাজ্য সরকার,আরজিআই ও এনআরসির রাজ্য সমন্বয়কের সঙ্গে পরামর্শ করে কেন্দ্ৰের পক্ষে যে সব পন্থাপদ্ধতির সুপারিশ করা হয়েছে সে ব্যাপারে কোনও রকম মন্তব্য না করে কোর্টের মতামত হচ্ছে অংশীদারদের ২৫ আগস্ট পর্যন্ত সময় দেওয়া উচিত,যাতে তারা এ বিষয়ে তাদের মতামত তুলে ধরতে পারে’-বলেছে আদালত।
উল্লিখিত সংগঠনগুলি ছাড়াও শীর্ষ আদালত অসম সম্মিলিত মহাসংঘ,এনডিএফবি(প্ৰগতিশীল),ইন্ডিজেনাস ট্ৰাইবেলস ফেডারেশন,সারা অসম ভোজপুরী পরিষদ এবং বাঙালি শরণার্থীদের যৌথ কার্যকরী কমিটির মতামতও চেয়েছে। কোর্ট হাজেলাকে ২৫ আগস্টের মধ্যে এই তথ্য পেশ করার নির্দেশ দিয়েছে। আদালত এব্যাপারে ২৮ আগস্ট আরও একদফা শুনানির দিন ধার্য করেছে। এসওপি প্ৰস্তুতির ক্ষেত্ৰে সব রাজনৈতিক দলকে এড়িয়ে চলতেও হাজেলাকে নির্দেশ দিয়েছে কোর্ট।